• বাড়ছে ক্ষোভ, এবার বারাসত ২ ব্লকে নয়া কমিটির পথে বিক্ষুব্ধরা
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: জিইয়ে রয়েছে ক্ষোভ। দল এখনও ব্যবস্থা নেয়নি ব্লক কমিটি নিয়ে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে আলাদা করে ‘সমন্বয় কমিটি’ করে চলবে দল। রবিবার এমনটাই ঘোষণা করলেন বারাসত ২ নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্বের একটি বড় অংশ।

    জানা গিয়েছে, বারাসত ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতিকে নিয়ে কয়েক মাস ধরেই তৃণমূলের অন্দরে চর্চা চলছে। দুর্গাপুজোর আগে রাজ্য নেতৃত্ব ব্লক সভাপতি হিসেবে দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলামের নাম ঘোষণা করে। এরপর তৃণমূল নেতৃত্ব আড়াআড়ি ভাগ হয়ে যায়। সিংহভাগ নেতৃত্ব সভাপতি হিসেবে মনিরুলকে মানতে রাজি হয়নি। বিভিন্ন জায়গায় তাঁরা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। দলের উচ্চ নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছেন। কর্মীদের অভিযোগ, যাঁকে ব্লক সভাপতি করা হয়েছে, তাঁর পরিবারের একাধিক সদস্য দলীয় পদাধিকারী। এনিয়েও অভিযোগ জানানো হয়েছে। কিন্তু দল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। রবিবার সকালে এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন ডাকে বিক্ষুব্ধ নেতৃত্ব। ছিলেন বাম আমলে সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াই করা নেতারা। এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির ২১ জন সদস্যের মধ্যে ১৪ জন। ব্লকের সাতটি পঞ্চায়েতের ছ’জন প্রধান, পাঁচজন উপপ্রধান, জেলা পরিষদের দুই সদস্য ও সিংহভাগ পঞ্চায়েত সদস্য। বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বারাসত ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ঘোষ বলেন, কোনও আলোচনা না করেই মনিরুল ইসলামকে ব্লক সভাপতি করে দেওয়া হল। ব্লক সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই। তাঁকে আমরা মানি না। দল সঠিক পদক্ষেপ না নিলে আমরা আলাদা সমন্বয় কমিটি করে দল চালাব। আরেক নেতা আব্দুল হাই বলেন, আমাদের শিরায় শিরায় তৃণমূল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা দল করি। যে কমিটি গঠন করা হয়েছে, তাতে দল ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই কমিটি মানি না। একইসুরে তৃণমূল নেতা মেহেদি হাসান বলেন, নয়া কমিটি অবৈধ। এই কমিটি থাকলে দলকে আগামী দিনে মাশুল দিতে হবে। তাই দলের স্বার্থে কমিটি বদলের দাবি জানাচ্ছি।

    এনিয়ে হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম বলেন, দলের সিদ্ধান্ত মেনেই কমিটি হয়েছে। এখন আলাদা কমিটি তৈরি করার বিষয়টি শুনলাম, দলকে জানাব। তবে যাঁরা এটা করবেন বলছেন, তাঁদের সেই এক্তিয়ার আছে কি না, জানা নেই।
  • Link to this news (বর্তমান)