• রাজ্যে পানমশলা ও গুটখার উপর নিষেধাজ্ঞা বহাল
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে তামাক-নিকোটিন মেশানো গুটখা ও পানমশলার উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। আগামী একবছরের জন্য নিষেধাজ্ঞা বহালে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্যদপ্তর। প্রতিবছর নভেম্বর মাসে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এই নিষেধাজ্ঞা একবছরের জন্য কার্যকর থাকে। স্বাস্থ্যদপ্তর থেকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে গত ৭ নভেম্বর। ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড আইন অনুযায়ী, এটা করা হয়। রাজ্যে নিকোটিন-তামাক মিশ্রিত গুটখা-পানমশলার উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রি পুরোটাই নিষিদ্ধ। আইনের ৩০ নম্বর ধারা অনুযায়ী কমিশনার অব ফুড সেফটিকে প্রতিবছর এই বিজ্ঞপ্তি জারি করতে হয়। জনস্বাস্থ্য রক্ষার জন্যই এই ব্যবস্থা। জানিয়েছে সরকার।
  • Link to this news (বর্তমান)