• রাস পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্র! নোনা জল ঢুকল ৪০ বাড়িতে
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: রাস পূর্ণিমার কোটালে বাঁধ টপকে, ছাপিয়ে সমুদ্রের নোনা জল ঢুকলো গ্রামে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ও রবিবার সকালে জোয়ারের সময় সমুদ্র উত্তাল ছিল। তখন জলোচ্ছ্বাসে নতুন বাঁধ ছাপিয়ে গ্রামে নোনা জল ঢুকে যায়। এই ঘটনায় প্রায় ৪০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ওই পরিবারগুলিও একপ্রকার ঘরছাড়া। বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তাঁরা রাতে ঘর ছেড়ে অন্যত্র গিয়ে থাকছেন। খবর লেখা পর্যন্ত বাড়ির চারিদিকে নোনা জল জমে রয়েছে।

    জানা গিয়েছে, গত প্রায় ছ’মাস আগে নদী বাঁধ ভেঙে এই এলাকা নোনা জলে প্লাবিত হয়েছিল। তারপর রাজ্য সরকারের উদ্যোগে এখানে জমি অধিগ্রহণ করে রিং বাঁধ তৈরি করা হয়েছিল। এতদিন পর্যন্ত ওই এলাকা সুরক্ষিতই ছিল। কিন্তু পূর্ণিমার কোটালে ওই রিং বাঁধ ছাপিয়ে নতুন করে গ্রামে নোনা জল ঢুকেছে।

    এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা সনকা গুড়িয়া বলেন, পূর্ণিমার কোটালের সময়ে জোয়ারে সমুদ্র খুবই উত্তাল হয়ে ওঠে। বড় বড় ঢেউয়ের দাপটে নদীর বাঁধ ছাপিয়ে গ্রামে নোনা জল ঢুকে পড়ে। তাই রাতে বাড়িতে থাকতেও পারছি না। যদি ঘুমের মধ্যেই বড় ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায়! এখানে স্থায়ী নদী বাঁধ তৈরি করা না হলে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

    পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা এ বিষয়ে বলেন, সমুদ্র খুবই উত্তাল থাকার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভয়ের কোনও কারণ নেই। আপাতত জোয়ারের জল আর বাড়বে না। এছাড়াও খুব শীঘ্রই ওই এলাকায় স্থায়ী নদী বাঁধ তৈরি করা হবে। সেই প্রক্রিয়া প্রায় শেষের পথে।
  • Link to this news (বর্তমান)