• সাহাপুরের স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: বাড়িতে গিয়ে আর স্কুলের পড়ার চাপ থাকবে না! স্কুলের পড়া ক্লাসরুমেই শেষ করবে পড়ুয়ারা। বাংলা মাধ্যম স্কুল সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠে স্মার্ট ক্লাসরুম ও পাঠদানের ডিজিটাল পরিকাঠামো চালু করে এমনটাই দাবি করছেন সেখানকার শিক্ষকরা। এই বিদ্যালয়ের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি ক্লাসে এই উন্নত ব্যবস্থা চালুর সূচনা হয় শুক্রবার। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ মালা রায়। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কার্তিক মান্না এবং কাউন্সিলার অমিত সিং। ৩ , কৈলাস পণ্ডিত লেনে অবস্থিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় বলেন, ‘স্মার্ট ক্লাস ও ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হয়েছে। সাধারণত বাংলা মাধ্যম স্কুলে এই ধরনের আধুনিক কোনও পরিকাঠামো নেই। ফলে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়াদের ভিড় বাড়ছে। আমাদের মতো নিম্নবিত্ত মানুষ অধ্যুষিত এলাকার স্কুলের অবস্থা তো কহতব্য নয়। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আমাদের স্কুলকে সামনে রেখে এমন উদ্যোগ প্রথম নেওয়া হল। স্মার্ট ক্লাসে অডিও-ভিস্যুয়ালের  মাধ্যমে পড়ানো হবে। ফলে পড়ুয়াদের মনে তা সহজে গেঁথে যাবে। অনেক বেশি আকর্ষণীয় হবে পড়াশোনা। ফলে আমাদের আশা, পড়ুয়াদের বাড়িতে গিয়ে পড়ার চাপ অনেকটাই কমে যাবে। ক্লাসেই হয়ে যাবে সবটা।’ তিনি আরও বলেন, ‘এখন মোবাইলে আসক্ত নতুন প্রজন্ম। স্বাভাবিকভাবেই এই অডিও ভিস্যুয়াল পদ্ধতি তাদের অনেক বেশি উৎসাহিত করবে। কেউ কোনও কারণে স্কুলে আসতে না পারলে অডিও-ভিস্যুয়াল পাঠের নির্দিষ্ট অংশ সংগ্রহ করে নিতে পারবে সে। ফলে স্কুল কামাই হলেও অসুবিধা হবে না।’ 
  • Link to this news (বর্তমান)