• এক সপ্তাহে বিধাননগরে ডেঙ্গু আক্রান্ত ৩২
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গত এক সপ্তাহে বিধাননগর পুরসভায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ জন। এনিয়ে পুরসভা এলাকায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭ জন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ডেঙ্গু আক্রান্তের রিপোর্ট আসে পুরসভায়। তাতে গত ৩০ অক্টোবর পর্যন্ত মোট আক্রান্ত ছিল ৩০৫ জন। ৬ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭। অর্থাৎ, আরও ৩২ জন আক্রান্ত হয়েছেন এক সপ্তাহে। যদিও পুরসভার দাবি, একটু বাড়লেও মোট আক্রান্ত এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। যাতে সংক্রমণ না বাড়ে, তার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)