• এয়ারপোর্টে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার দম্পতি
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক প্রতিবেশী দম্পতিকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রণজিৎ সরকার এবং রেশমি মণ্ডল। এক মহিলা গত ২ নভেম্বর এয়ারপোর্ট থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, ওই দু’জন তাঁর বাড়িতে এসে তাঁর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করেন। তারপর সেই অ্যাপ দিয়ে তাঁর অজান্তে এক লক্ষ ৮ হাজার টাকা হাতিয়ে নেন। বিষয়টি নজরে আসার পরই তিনি পুলিশের দ্বারস্থ হন।
  • Link to this news (বর্তমান)