• উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, SIR আবহে নজরে BLO- রা, সোমবার আর কী রয়েছে খবর?
    এই সময় | ১০ নভেম্বর ২০২৫
  • সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন জেলাশাসক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে পারেন তিনি। উত্তরকন্যায় হতে পারে সেই বৈঠক।

    SIR আবহে রাজ্যে শুরু হয়েছে এনিউমারেশন ফর্ম বিলির কাজ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে BLO-দের বাড়ি বাড়়ি ফর্ম বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তবে রাজ্যের একাধিক জেলায় BLO-রা বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় শিবির করে ফর্ম বিলি করছেন বলে অভিযোগ। এ দিন BLO-দের গতিবিধির দিকে থাকবে নজর।

    এ দিন দিল্লিতে পাবলিক গ্রিভান্স, আইন ও বিচার সংক্রান্ত্র স্ট্যা্ন্ডিং কমিটির মিটিং রয়েছে। সেই মিটিংয়ে কী আলোচনা হয়, থাকবে নজর।

    রঞ্জি ট্রফিতে চতুর্থ ম্যাচে তৃতীয় দিনের খেলায় নামবে বাংলা। রবিবার প্রথম ইনিংসে ব্যাট করে রেলওয়েজ়ের বিরুদ্ধে ৪৭৪ রান তোলে বাংলা। এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় দিনের শেষে রেলওয়েজ়ের স্কোর ৫ উইকেটে ৯৭। তৃতীয় দিনে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় লিড নেওয়াই লক্ষ্য বাংলার। নজর থাকবে সুরাটের এই ম্যাচে।

  • Link to this news (এই সময়)