১৯ ডিগ্রির ঘরেই রইল কলকাতার রাতের তাপমাত্রা। তবে সোমবার রাতে তা ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে বলে পূর্বাভাস। রাজ্যের জেলায় জেলায় রাতে এবং ভোরে শীতের পরশ। তবে দিনের তাপমাত্রা খুব বেশি এখনই নামবে না বলে খবর।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর তথা জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে ঘুমের মধ্যেই তাঁর হৃদযন্ত্র বিকল হয় বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সি এই প্রতিভাবান নৃত্যশিল্পী ও প্রশিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুরবাসী।
ইন্দিরা আবাস যোজনায় তৈরি হওয়া বাড়ির ছাদ ধসে ঘুমন্ত অবস্থায় বেঘোরে মৃত্যু একই পরিবারের পাঁচজনের। রবিবার রাতে বিহারের দানাপুরের মানস গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। আকিলপুর থানা ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে যখন দুর্ঘটনা ঘটে, সেই সময় বাড়ির সকলে রাতে খাওয়া সেরে ঘুমিয়ে ছিলেন। মৃতেরা হলেন বাবলু খান, তাঁর স্ত্রী রোশন খাতুন, বাবলুর ছেলে মহম্মদ চাঁদ, মেয়ে রুকসার ও ছোট মেয়ে চাঁদনি। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক বছর আগে ইন্দিরা আবাস যোজনায় ওই বাড়ি তৈরি হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির অবস্থা ভালো ছিল না। ছাদে বড় বড় ফাটল ছিল। আর্থিক সঙ্কটের কারণেই বাবলু খান বাড়ি মেরামত করতে পারেননি।