• অনিয়মের নালিশ ফর্ম বিলিতে, অশান্তি
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
  • নিয়ম মেনে এসআইআরের ফর্ম বিলি না করার অভিযোগে আট বিএলও-কে শো-কজ় করেছে নির্বাচন কমিশন। বিএলও-দের গতিবিধির উপরে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। তার পরেও, বাড়ি-বাড়ি না গিয়ে, এক জায়গা থেকে ফর্ম বিলি করেছেন বিএলও, রবিবারও এমন অভিযোগ উঠল নানা জায়গায়।

    রবিবার পুরুলিয়ার নিতুড়িয়ার শালতোড় পঞ্চায়েত এলাকার এক বিএলও গ্রামের একটি চাতালে বসে ফর্ম বিলি করছেন, এই অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদ করলে তৃণমূল কর্মীরা তেড়ে আসেন বলে অভিযোগ বিজেপি নেত্রী মামণি বাউড়ির। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শান্তিভূষণপ্রসাদ যাদবের যদিও দাবি, ‘‘ওই বিএলও ফর্ম গোছাচ্ছিলেন। তখন এক ভোটার চাওয়ায়, শুধু তাঁকেই ফর্ম দেন। বিজেপি নাটক করেছে।’’ ওই বিএলও মন্তব্য করেননি। এ দিনই পুরুলিয়া শহরে এক বিএলও-র স্বামী ফর্ম বিলি করেছেন বলে অভিযোগ। ওই বিএলও-র দাবি, বাড়িতে অসুস্থ শিশুকে তিনি ওষুধ খাওয়াতে গেলে, এক-দু’টি বাড়িতে ফর্ম দেন স্বামী।

    উত্তরবঙ্গের ধূপগুড়ি, রায়গঞ্জ থেকে দক্ষিণবঙ্গের ভাঙড়, নানা জায়গাতেই কয়েক জন বিএলও-র বিরুদ্ধে এক জায়গায় বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে। কোচবিহারের মাথাভাঙার নয়ারহাটের পানিগ্রামে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ ওঠে। বিজেপির বিএলএ প্রতিবাদ করায়, তাঁকে তৃণমূল কর্মীরা বেঁধে রাখার হুমকি দেয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, বিএলও এক জায়গায় বসে ফর্ম গোছানোর সময়ে, বিজেপির বিএলএ এসে অশান্তি পাকান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এক বিএলও-কে তৃণমূল বিএলএ-২ হিসাবে নিযুক্ত করেছে, অভিযোগ তোলে বিজেপি। শেষে বিএলএ-২ পাল্টে দেয় তৃণমূল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবব্রত পট্টনায়কের দাবি, ‘‘অবৈধ ভোটারদের বাঁচাতে ষড়যন্ত্র করেছিল তৃণমূল।’’ তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)