জেলায় জেলায় শীতের আমেজ! কলকাতায় আর কতটা কমতে পারে তাপমাত্রা? জানাল হাওয়া অফিস
আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
হেমন্তের মধ্যগগনে শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে। আবহাওয়া খটখটে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রোদ উঠলেও গরমের অস্বস্তি বিদায় নিয়েছে। এ বার শীতের পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে কোথাও কোথাও।
কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল রবিবারই। সোমেও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। সোমবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
কলকাতার পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমেছে। ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বীরভূম, বাঁকুড়ার কোনও কোনও এলাকার তাপমাত্রা। সোমবার সকালে বোলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের কালিম্পং বা জলপাইগুড়ির চেয়েও তা কম। আপাতত সর্বত্র শুকনো আবহাওয়াই থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় আর তেমন হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শীতের আমেজ থাকবে। নতুন করে পারদপতনের সম্ভাবনা খুব একটা নেই।