• এক মঞ্চে শমীক ও রীতেশ, জল্পনা দলে
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
  • দলের রাজ্য কমিটি এখনও ঘোষণা হয়নি। তবে তার আগে রবিবার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে একই মঞ্চে দল থেকে ‘সাময়িক বরখাস্ত’ রীতেশ তিওয়ারির উপস্থিতি ঘিরে নানা জল্পনার জন্ম দিয়েছে দলের অন্দরে। দলের অন্দরে শমীক-ঘনিষ্ঠ বলে পরিচিত যুব-নেতা সুবীর শীল আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এ দিন একই মঞ্চে ছিলেন শমীক ও রীতেশ। এর পরেই দলের নতুন রাজ্য কমিটিতে শমীক-ঘনিষ্ঠ বলে পরিচিত রীতেশের জায়গা হবে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিজেপিতে। সূত্রের দাবি, রীতেশকে রাজ্য কমিটিতে আনতে সক্রিয় শমীক-শিবির। যদিও রীতেশের বক্তব্য, “এটা সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি। এলাকায় দীর্ঘদিন দলীয় দায়িত্ব সামলেছি। পুরনো কর্মীরা আমাকে চেনেন। তাই আমাকে ডেকেছেন।” শমীকেরও বক্তব্য, “এটা সামাজিক অনুষ্ঠান। দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আয়োজকও সামাজিক সংগঠন। আয়োজকেরা যাঁদের ডেকেছেন, সকলে এসেছেন। দলেরও অনেকে উপস্থিত ছিলেন।” অনুষ্ঠানে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, সপ্তর্ষি চৌধুরীরাও।
  • Link to this news (আনন্দবাজার)