স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে বেরোতে পারেন এই সপ্তাহেই। পার্থের বিষয়ে সাক্ষ্য গ্রহণ পর্ব আজ, সোমবার শেষ হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। এর পরে সোমবার রাতের মধ্যে জামিনের জট খুলতে পারে। তবে সাক্ষ্য গ্রহণে আর একটু সময় লাগলে জামিনপিছোনোর সম্ভাবনা।
সুপ্রিম কোর্ট কয়েক মাস আগেই বলে, সিবিআইয়ের মামলায় বিচার পর্ব শুরু হলেই পার্থ, এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীন জামিন মঞ্জুর করা যাবে। ১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্য গ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশওদেওয়া হয়।
এর পরেই মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেন আলিপুর সিবিআই বিশেষ আদালতের বিচারক। প্রথম দফায় আট জনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে নিম্ন আদালতে সিদ্ধান্ত হয়। সিবিআইয়ের তরফে আট জন সাক্ষীর নাম প্রস্তাব করা হয়।
আদালত সূত্রে খবর, গত দু'মাসে ওই সাক্ষ্যগ্রহণ পর্ব প্রায় সম্পূর্ণ। ওই মামলার অষ্টম সাক্ষী এসএসসির প্রোগ্রাম অফিসার তপোজ্যোতি বসুর সাক্ষ্য গ্রহণ শুক্রবার থেকে শুরু হয়েছে। সোমবার দ্বিতীয় দফায় তাঁর সাক্ষ্য নেওয়ার কথা। পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, "সোমবার অথবা মঙ্গলবার তপোজ্যোতির সাক্ষ্য মিটলেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর চূড়ান্ত জামিন মঞ্জুর করবেন বিচারক।" ইডির মামলায় গত জানুয়ারি মাসেই জামিন পেয়েছেন পার্থ। জেল হেফাজতে থাকা সত্ত্বেও প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন ইএম বাইপাস সংলগ্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে মামলার শুনানিতে অংশ নেবেন।প্রসঙ্গত, ২০২১এর ২২ জুলাই এসএসসির নিয়োগ দুর্নীতির ইডির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ। এর পরে ওই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পাঁচটি মামলা দায়ের করে সিবিআই।
সূত্রের খবর, তিনটি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন পার্থ। শুধুমাত্র গ্রুপ সির মামলায় চূড়ান্ত জামিন মঞ্জুর হয়নি। ওই মামলাতেই শীর্ষ আদালতের শর্ত অনুযায়ী প্রথম পর্যায়ে সাক্ষ্য গ্রহণের পরে চূড়ান্ত জামিন মঞ্জুর করবে আলিপুর সিবিআই বিশেষ আদালত। পার্থর পাশাপাশি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের চূড়ান্ত জামিনও মঞ্জুর করবে নিম্ন আদালত। আদালত সূত্রে খবর, এ যাত্রা পার্থ ও সুবীরশ জেল থেকে বেরোবেন। তবে ইডির মামলায় জেল হেফাজতে রয়েছেন শান্তিপ্রসাদ সিংহ। তাই সিবিআইয়ের মামলায় চূড়ান্ত জামিন মঞ্জুর হলেও এখনই শান্তিপ্রসাদের বেরোনর সম্ভাবনা নেই।