ইন্টারভিউয়ের তালিকা ১৩ তারিখের মধ্যে, জানাল শিক্ষা দফতর
আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
এসএসসির একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগে কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন, সেই তালিকা আগামী ১৩ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। এক কর্তা বলেন, ‘‘যাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্যতা অর্জন করবেন, তাঁদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন শুরু হবে ১৭ নভেম্বর থেকে। সবার ভেরিফিকেশনই কেন্দ্রীয় ভাবে অর্থাৎ সল্টলেকের এসএসসির প্রধান কার্যালয় আচার্য সদনে হবে।’’ অনেকেই দূরের জেলা থেকে যাচাই পর্বে কলকাতায় আসবেন। এর জন্য ট্রেনে টিকিট কাটারও সময় দেওয়া জরুরি। এ সব বিবেচনা করেই ১৩ নভেম্বরের মধ্যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার কথা বলছেন শিক্ষা প্রশাসনের কর্তারা। তবে সেটা নিশ্চিত ভাবে কবে, তা এখনই বলা যাচ্ছে না বলে তাঁদের দাবি।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, ইন্টারভিউয়ের তালিকার জন্যই তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পরীক্ষার্থীরা বলছেন, ব্যক্তিগত কত নম্বর তাঁরা পেয়েছেন সেটা তো তাঁদের কাছে থাকা ওএমআর উত্তরপত্রের সঙ্গে মডেল উত্তরপত্র মেলালেই বোঝা যায়। কেউ ইন্টারভিউতে ডাক পাচ্ছেন কি না, সেটা জানাই বড় কথা। সেই তালিকা বের করতে এসএসসির দেরি নিয়ে পরীক্ষার্থীদের উৎকণ্ঠা বাড়ছে। তাঁদের প্রশ্ন, কেন ফল বেরোনোর পরের দিনই বা নিদেনপক্ষে ১০ নভেম্বরের মধ্যে সেই তালিকা বেরোবে না?
কয়েক জন পরীক্ষার্থী বলেন, ‘‘১৭ তারিখ ভেরিফিকেশনের তিন দিন আগে ইন্টারভিউয়ের ডাক নিয়ে জানাটা যথেষ্ট নয়। বিশেষ করে যোগ্য চাকরিহারারা তো এখনও স্কুলে চাকরি করছেন। তাঁদের ছুটি নিতে হবে। ট্রেনের টিকিটের সংরক্ষিত আসন নিয়েও দুশ্চিন্তা রয়েছে। হাতে অন্তত সাত দিন থাকলে ভাল হত।’’
কয়েকটি বিষয়ের কিছু প্রশ্নে এসএসি সবাইকে পুরো নম্বর দিচ্ছে বলাতেও পরীক্ষার্থীদের একাংশ অখুশি। প্রশ্নে যে সম্ভাব্য চারটি উত্তর ছিল তাতে ত্রুটি থাকায় সবাইকে নম্বর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। যেমন ভূগোলে ও রসায়নের তিনটি প্রশ্নে বা ইতিহাসের পাঁচটি প্রশ্নে সবাইকে নম্বর দেওয়া হবে। এ রকম আরও কয়েকটি বিষয় রয়েছে। পরীক্ষার্থীদের একাংশের মতে, এই ভাবে কিছু প্রশ্নে সবাই সমান নম্বর পেলেও তো সবার প্রতি সুবিচারহল না। এসএসসি সূত্রে জানা গেছে, মোট ৮০ নম্বরের ইন্টারভিউয়ে লিখিত পরীক্ষায় থাকছে ৬০ নম্বর। শিক্ষাগত যোগ্যতায় থাকছে ১০ নম্বর। অভিজ্ঞ শিক্ষকদের জন্য রয়েছে ১০ নম্বর। মোট ৮০ নম্বরের মধ্যে কে কত পেল তার বিচারে ইন্টারভিউয়ে কারা কারা ডাক পাচ্ছেন, তার তালিকা তৈরি হচ্ছে। এখানেই আপত্তি তুলেছেন যাঁদের অভিজ্ঞতা নেই এমন নতুন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, তাঁদের তো ১০ নম্বর যোগ হবে না। তাঁদের ৭০ নম্বরের উপর মূল্যায়ন হবে। ফলে তাঁরা পিছিয়ে পড়ছেন। অভিজ্ঞদের এই ১০ নম্বর দেওয়া নিয়ে ইতিমধ্যে দায়ের হয়েছে মামলাও।