• কী ভাবে গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছিল ধৃত আফগানেরা, খোঁজ তদন্তকারীদের
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
  • ভবানীপুর থেকে গ্রেফতার হওয়া তিন আফগান নাগরিকের ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখছেন সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্তকারীরা। পুলিশ সূত্রের দাবি, ভবানীপুর থানা এলাকার দেবেন্দ্র ঘোষ রোড এলাকা থেকে আব্দুল্লাহ খান, জলত খান ও সাহেব খান নামে ওই তিন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়। ওই তিন জনকে দ্বিতীয় দফায় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

    অভিযোগ, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ওই তিন জন প্রায় কুড়ি বছর ভবানীপুর এলাকায় বসবাস করছিল। জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে ভারতীয় নাগরিকত্বের নথি তৈরি করেছিল তারা। তদন্তকারীদের দাবি, ড্রাইভিং লাইসেন্স ভারতীয় নাগরিকত্বের অন্যতম নথি। ভবানীপুরের বেলতলা পরিবহণ দফতর থেকে জাল নথির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল ওই তিন জন। তদন্তকারীদের দাবি, ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে কী ধরনের নথি ওই তিন জন জমা দিয়েছিল, তা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য বেলতলা পরিবহণ দফতরের আধিকারিকদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, ওই তিন জনের মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডারকেও চিঠি দেওয়া হয়েছে। মোবাইল ফোনের সিম নেওয়ার সময়ে কী কী নথি জমা দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখে কলকাতা পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশ হেফাজতে ওই তিন জনকে দফায় দফায় জেরা করে তাদের আরও কোনও সঙ্গী রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। বর্তমানে ওই মামলার তদন্তভার নিয়েছেন সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্তকারীরা।
  • Link to this news (আনন্দবাজার)