রোগীর পরিজনদের মোবাইল চুরির অভিযোগে রবিবার এসএসকেএম হাসপাতালে পুলিশের সামনেই এক যুবককে গণপিটুনি দিল জনতা। এ দিন এসএসকেএমের মূল ভবনের কাছে রোগীর পরিজনদের অপেক্ষার জায়গায় নির্দিষ্ট চার্জিং পয়েন্টে একাধিক মোবাইল চার্জে দেওয়া ছিল। রোগীর পরিজনদের অনেকেই কাছাকাছি ছিলেন। দুপুর ২টো
নাগাদ এক যুবক আচমকা একাধিক মোবাইল খুলে নিয়ে পালানোর চেষ্টা করতেই কাছাকাছি থাকা রোগীর পরিজনেরা তাকে ধরে ফেলেন। ঘটনাস্থলের কাছে পুলিশের এক কনস্টেবল থাকলেও তাঁর সামনেই অভিযুক্তকে ধরে গণপিটুনি দেওয়া শুরু হয়। কিল, চড়, ঘুষি, লাথির চোটে অভিযুক্ত যুবক মাটিতে পড়ে গেলেও মারধর থামেনি বলে অভিযোগ।
খবর পেয়ে এসএসকে এম হাসপাতালের পুলিশ আউটপোস্ট থেকে আধিকারিকেরা এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলে ছড়িয়ে পড়া ছবি পুলিশ খতিয়ে দেখছে বলে খবর। এসএসকেএম হাসপাতালের মূল ভবনের সামনে প্রতীক্ষালয়ে থাকা রোগীর পরিজনদের অভিযোগ, রাতের দিকে অনেকেরই মোবাইল চুরি হয়েছে। তাই তা নিয়ে ক্ষোভের মধ্যেই ওই যুবককে হাতেনাতে ধরে ফেলায় রোগীর পরিজনদের অনেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মারধর শুরু করেন।