• আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল! দরপত্র না পেয়ে আবার সুপ্রিম কোর্টে সর্বভারতীয় ফুটবল সংস্থা
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
  • ভারতীয় ফুটবলে অচলাবস্থা কাটার নাম নেই। আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। আইএসএল আয়োজনের জন্য দরপত্র চেয়েছিল ভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোনও দরপত্র জমা পড়েনি। ফলে আবার সুপ্রিম কোর্টে গিয়েছে এআইএফএফ। তাদের দাবি, এর পর কী করা হবে সেই পথ দেশের শীর্ষ আদালতকেই বলে দিতে হবে।

    এআইএফএফ জানিয়েছে, এ বার সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষা করবে তারা। একটি বিবৃতিতে তারা বলেছে, “রবিবার সর্বভারতীয় ফুটবল সংস্থার বিড রিভিউ কমিটি একটি বৈঠক ডেকেছিল। সেখানে দরপত্রের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার পর কমিটির চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও তাঁর রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবেন। তার পর আদালতই পরের ধাপ ঠিক করে দেবে।”

    গত ১৬ অক্টোবর দরপত্র আহ্বান করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ-সহ আইএসএলের বাণিজ্যিক কাজকর্ম সামলানোর জন্য সংস্থাগুলির থেকে দরপত্র চাওয়া হয়েছিল। একের পর এক আলোচনা, পর্যবেক্ষণ এবং সময়সীমা বাড়ানোর পরেও আইএসএলের আয়োজক খুঁজে পাওয়া যায়নি। মনে করা হয়েছিল গত ১৫ বছর যারা আয়োজন করেছে, সেই এফএসডিএল দরপত্র জমা দেবে। তারাও আগ্রহ দেখায়নি।

    অবসরপ্রাপ্ত বিচারপতি রাওয়ের সামনে এক বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে একটি বৈঠকও আয়োজন করা হয়েছিল। সেখানে এফএসডিএল ছাড়াও তিনটি সংস্থা আগ্রহ দেখিয়েছিল। প্রাথমিক আগ্রহ দেখানোর পরেও কোনও সংস্থাই দরপত্র জমা দেয়নি। স্বার্থের সংঘাতের কারণে একটি সংস্থাকে বাতিল করা হয়েছে। টেন্ডারের আর্থিক মডেল এবং পরিকাঠামো সংক্রান্ত ব্যাখ্যার অভাবকেই দায়ী করা হয়েছে।

    বিনিয়োগকারী সংস্থার জন্য যে আর্থিক মাপকাঠি রেখেছে ফেডারেশন, তাতেই কেউ আগ্রহী হয়নি বলে সূত্রের খবর। ফেডারেশনের তরফে আগ্রহী সংস্থার থেকে প্রতি বছর ৩৭.৫ কোটি টাকা অথবা লাভের পাঁচ শতাংশ (যেটি বেশি হবে) চাওয়া হয়েছিল। ১৫ বছরের জন্য চুক্তি করতে বলা হয়েছিল। বিশেষজ্ঞদের দাবি, এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা বাণিজ্যিক অবস্থা, তাতে এই টাকা দাবি করা অবাস্তব ছাড়া কিছু নয়।

    তখনই ফেডারেশন জানিয়েছিল, বিড রিভিউ কমিটি আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। সেই বৈঠকের পরেই আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এআইএফএফ। ফলে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল।
  • Link to this news (আনন্দবাজার)