• ক্রিকেট ডার্বিতে জয়ী মোহনবাগান
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
  • জেসি মুখোপাধ‌্যায় ট্রফিতে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে চার উইকেটে হারিয়েছে মোহনবাগান। অর্থাৎ মরসুমের প্রথম ক্রিকেট ডার্বির রং সবুজ-মেরুন।

    প্রতিযোগিতার প্রথম ম‌্যাচে মহমেডানকে হারিয়েছিল মোহনবাগান। অন‌্য দিকে ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল তপন মেমোরিয়ালের বিরুদ্ধে। ফলে ডার্বির আগে চাপে ছিল ইস্টবেঙ্গল।

    এ দিন সল্টলেকের যাদবপুর ক‌্যাম্পাসের মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মোহনবাগান অধিনায়ক আমির গনি। নির্ধারিত ২০ ওভারে ইস্টবেঙ্গল করে ১৭৮-৪। অল্পের জন‌্য শতরান হাতছাড়া করেন ঋতম পোড়েল। আটটি চার ও পাঁচটি ছক্কার সাহায‌্যে ৫৬ বলে ৯৬ রানের ইনিংস গড়েন তিনি। কিন্তু অন‌্য ব‌্যাটসম‌্যানরা তাঁকে সেরকম সঙ্গ দিতে পারেননি।

    জবাবে মোহনবাগানের জয়ের মঞ্চ তৈরি করে দেন অভিষেক কুমার রমন। কাইফ আহমেদের সঙ্গে জুটি বেঁধে বড় ইনিংস গড়েন। অভিষেক করেন ৩১ বলে ৫৬ রান। কাইফের ব‌্যাটে আসে ২৯। বিধ্বংসী ইনিংস খেলেন চিরাগ গান্ধী (৩০ বলে ৫৪)। দু’বল বাকি থাকতেই জয়ের লক্ষ‌্যে পৌঁছয় মোহনবাগান। সৌরভ হালদার ৩৮ রানে তিন উইকেট পেলেও দলের হার আটকাতে পারেননি।

    অন‌্য দিকে কলকাতা কাস্টমস ২ রানে হারিয়েছে ভূকৈলাস স্পোর্টিংকে। তপন মেমোরিয়াল ছয় উইকেটে হেরেছে কালীঘাটের বিরুদ্ধে। উত্তরপল্লী মিলন সংঘ ৭ উইকেটে জিতেছে পাইকপাড়া স্পোর্টিংয়ের বিরুদ্ধে।
  • Link to this news (আনন্দবাজার)