• SIR ফর্ম ফিলআপ করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তা হলে কি বাতিল হয়ে যাবে?
    এই সময় | ১০ নভেম্বর ২০২৫
  • স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর ফর্ম ফিলআপ চলছে। ২ কপি ফর্ম দিচ্ছে নির্বাচন কমিশন। ফিলআপের পরে একটি ফর্ম ভোটার নিজের কাছে রাখবেন, অন্যটি BLO নিয়ে যাবেন। যে হেতু নাম, কিউআর কোড, ছবি, এপিক নম্বর দিয়েই ফর্ম ছেপে এসেছে, তাই একটি ফর্ম নষ্ট হলে কিন্তু বিকল্প কোনও পথ খোলা থাকবে না। অর্থাৎ নতুন ফর্ম আর আপনি পাবেন না। সে ক্ষেত্রে ফর্ম ফিলআপের সময়ে কোনও ভুলভ্রান্তি হয়ে গেলে কী করণীয়? কী বলছে নির্বাচন কমিশন?

    কোনও তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে। নতুন তথ্য ফিলআপের পরে সেখানে আপনার সই কিন্তু মাস্ট। বাংলায় প্রায় সাড়ে ৭ কোটি ভোটার। ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয়। এর সুযোগও যে খুব একটা নেই, তাও বুঝিয়ে দিয়েছে কমিশন।

    নির্বাচন কমিশনের পরামর্শ, এ ক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হচ্ছে, তা ভোটার নিজের কাছে রাখতে পারেন। যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে, তা BLO-কে দিয়ে দিতে পারেন।

    ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম ফিলআপ শুরু হয়েছে। চলছে অনলাইনে ফর্ম ফিলআপও। ফর্ম ফিলআপ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এর পরে ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। এই তালিকায় নাম না থাকলে কিংবা তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা শুনবে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সেই সব অভিযোগ জানানো যাবে। অন্য দিকে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

  • Link to this news (এই সময়)