• আচমকা পর পর বোমার আওয়াজ, আতঙ্কে কাঁপল লিলুয়ার চকপাড়া
    এই সময় | ১০ নভেম্বর ২০২৫
  • রবিবার রাতে আচমকাই তপ্ত হাওড়ার লিলুয়ার চকপাড়া এলাকা। রাতের স্তব্ধতার মধ্যে হঠাৎ শোনা যায় বোমাবাজির শব্দ। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, চারটি বোমা বিস্ফোরণের শব্দ তাঁরা শুনতে পেয়েছিলেন। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। পাশাপাশি পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরাও। মোতায়েন করা হয় র‍্যাফও।

    স্থানীয়দের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে পুরোনো শত্রুতার কারণেই এই বোমাবাজি। স্থানীয়দের কথায়, এই ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছেন। দ্রুত পুলিশ পদক্ষেপ করুক এবং আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করুক, এই দাবিও উঠেছে তাঁদের তরফে। এলাকার অন্য এক বাসিন্দা জানান, এই অশান্তির জন্য তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বোমায় আগুনের ফুলকি থেকে একটি দোকানে আগুন ধরার সম্ভাবনা ছিল বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।

    পুলিশ জানাচ্ছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার সকালেও থমথমে পরিস্থিতি সংশ্লিষ্ট এলাকায়। দ্রুত দোষীরা ধরা পড়ুক, চাইছেন স্থানীয়রা।

  • Link to this news (এই সময়)