• প্রশান্ত বর্মনকে কটাক্ষ জলপাইগুড়ির বিজেপি সাংসদের
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অপহরণ ও খুন সহ একাধিক অভিযোগ রয়েছে বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। যদিও সেই ঘটনার সঙ্গে তার যোগ নেই, সবটাই ষড়যন্ত্র বলে দাবি করছেন প্রশান্ত বর্মন। এর মাঝেই রাজবংশী তাস খেলে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন তিনি। তার প্রেক্ষিতে ক্ষুব্ধ জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। আগে নিজেকে নির্দোষ প্রমাণ করে তারপর রাজবংশী সত্ত্বাকে সামনে আনুন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন প্রসঙ্গে এমনটাই বললেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। আজ, সোমবার সাংসদ বলেন, বিশ্বকাপজয়ী রিচা ঘোষ কিংবা এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন আমাদের গর্ব। উত্তরবঙ্গে খেলাধুলোর পরিকাঠামোর আরও উন্নয়নে কেন্দ্রের কাছে তিনি বেশ কিছু প্রস্তাব দিয়েছেন বলে এদিন দাবি করেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। আমার প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই জলপাইগুড়ি সাই সেন্টারে সিন্থেটিক ট্র্যাক তৈরি হতে চলেছে। এটি হলে উত্তরবঙ্গে প্রথম সিন্থেটিক ট্র্যাক হবে। সম্প্রতি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। উত্তরবঙ্গবাসী কি কোনও নতুন ট্রেন পাবে? প্রশ্নের উত্তরে আজ সাংসদ বলেন, সুখবর রয়েছে উত্তরের মানুষদের জন্য। একটু অপেক্ষা করুন। তিনি বলেন, অনেক ভিআইপি ট্রেন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য দূরপাল্লার ট্রেন দরকার। চিকিৎসার কারণে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ মুম্বই, চেন্নাই যান। তাঁদের যাতায়াত ব্যবস্থা সুগম করতে ট্রেন দরকার। বেশকিছু প্রস্তাব রেখেছি রেলমন্ত্রীর কাছে।
  • Link to this news (বর্তমান)