• SIR ‘আতঙ্কে’ বিষপান, হাসপাতালে মৃত্যু হুগলির গৃহবধূর, চিকিৎসাধীন ছয় বছরের মেয়ে
    এই সময় | ১০ নভেম্বর ২০২৫
  • SIR ‘আতঙ্কে’ ফের মৃত্যু রাজ্যে। রবিবার নিজের ছয় বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বিষ খেয়েছিলেন হুগলির ধনিয়াখালির এক মহিলা। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁদের। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয়েছে মহিলার। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মেয়ের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

    সূত্রের খবর, ধনিয়াখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকার বাসিন্দা ওই মহিলার বাড়িতে এনিউমারেশন ফর্ম দিতে এসেছিলেন বিএলও। পরিবারের সবাইকে ফর্ম দেওয়া হয়েছিল। কিন্তু ওই গৃহবধূ ফর্ম পাননি। তাঁর পরিবারের দাবি, সেই কারণেই তাঁর দুশ্চিন্তা শুরু হয়।

    পরিবার সূত্রে খবর, মহিলার বিয়ে হয়েছিল দশ বছর আগে হরিপাল এলাকায়। তবে পারিবারিক অশান্তির কারণে তিনি ধনিয়াখালিতে নিজের বাড়িতে ফিরে আসেন। সেই থেকে নিজের বাড়িতেই মেয়েকে নিয়ে থাকতে শুরু করেন। শ্বশুরবাড়ির সঙ্গে ওই মহিলার কোনও যোগাযোগ নেই। ফলে তাঁর এনিউমারেশন ফর্ম শ্বশুরবাড়িতে এসেছে কি না সে বিষয়েও খোঁজখবর নেওয়া হয়নি। পরিবারের দাবি, ফর্ম না পাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ।

    গৃহবধূর বাবা বলেন, ‘দুপুরে একটা নাগাদ মেয়ে মারা গিয়েছে। নাতনি একটু সুস্থ আছে। নাতনিকে চিকিৎসকরা নাতনিকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে মেয়েটাকে বাঁচানো গেল না।’

  • Link to this news (এই সময়)