• এসআইআর আতঙ্কে বিষপান! শেষরক্ষা হল না আশার
    আজকাল | ১০ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার জানা গিয়েছিল, ধনেখালি থানার পূর্ব বনপুরের সন্তু সোরেনের স্ত্রী আশা সোরেন (২৮) ছ'বছরের মেয়ে মানিকা সোরেন'কে বিষ খাইয়ে , নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। পরিবারের অভিযোগ ছিল, আসআইআর আতঙ্কে, আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। দু'জনকেই শারীরিক পরিস্থিতি বিচারে রেফার করা হয়েছিল, কলকাতার এসএসকেএম হাসপাতালে। সোমবার জানা গেল, মৃত্যু হয়েছে আশা সোরেনের। তবে তাঁর ছ'বছরের মেয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

     
  • Link to this news (আজকাল)