মুম্বই, ১০ নভেম্বর: আয়কর দপ্তরের সঙ্গে লড়াইয়ে বড় জয় পেলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। ৪.৬০ কোটি টাকা নিয়ে আয়কর দপ্তরের সঙ্গে বিবাদ বাঁধে ঐশ্বর্যের। জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স জমা দিয়েছিলেন ‘বিশ্বসুন্দরী’। সেখানে ঐশ্বর্য নিজের মোট আয় দেখিয়েছিলেন ৩৯.৩৩ কোটি টাকা। এর মধ্যে ইনভেস্টমেন্ট থেকে তাঁর আয় হওয়া ২.১৪ কোটি টাকাও দেখানো ছিল ইনকাম ট্যাক্সের ফাইলে। ৪৯.০৮ লক্ষ টাকা ভলানটারি ডিসঅ্যালওয়েন্সও ডিক্লেয়ার করেছিলেন তিনি।যদিও তাঁর জমা দেওয়া ইনকাম ট্যাক্সের ফাইলের প্রেক্ষিতে নোটিস পাঠায় আয়কর দপ্তর। তাতে বলা হয়, ৪.৬০ কোটি টাকার ডিসঅ্যালওয়েন্স বেশি দেখাচ্ছে। যার ফলে অভিনেত্রীর অ্যাসেসড ইনকাম বেড়ে দাঁড়াচ্ছিল ৪৩.৪৪ কোটি টাকা। গোটা বিষয়টি নিয়ে ঐশ্বর্যকে চিঠি দেন ট্যাক্স অ্যাসেসিং অফিসার বা এও। যদিও বিষয়টি ভুল বলে অভিনেত্রী পাল্টা জবাব দেন এওকে। যদিও তা মানেননি ওই ট্যাক্স অ্যাসেসিং অফিসার। যার ফলে গোটা বিষয়টি নিয়ে ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনালে বা আইট্যাটে আবেদন করেন তিনি। সেখানেই বিষয়টির নিষ্পত্তি হয়। আইট্যাটের তরফে জানানো হয়েছে, ঐশ্বর্য’র দেওয়া নথিতে কোনও গণ্ডগোল নেই। তাঁর বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য খতিয়ে দেখেননি ওই ট্যাক্স অ্যাসেসিং অফিসার। বিষয়গুলি খতিয়ে দেখে বিচার করলে এই ঘটনা ঘটত না।