উত্তরপ্রদেশের সব স্কুল-কলেজে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করা হবে, বললেন যোগী আদিত্যনাথ
বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
লখনউ, ১০ নভেম্বর: বন্দেমাতরমের সার্ধশতবর্ষ উদযাপনে নানা কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যের গেরুয়া শিবির একাধিক কর্মসূচি রেখেছে। বিজেপি ছাড়াও একাধিক রাজনৈতিক দল বন্দেমাতরমের সার্ধশতবর্ষ উদযাপনে নানা কর্মসূচি রয়েছে। এর মাঝেই আজ, সোমবার গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রত্যেক স্কুল ও কলেজে এবার থেকে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক।সেই বিষয়ে খুব শীঘ্রই নির্দেশ দেওয়া হবে। এদিন গোরক্ষপুরে একটি অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, ‘আমাদের দেশের জাতীয় গানের প্রতি সম্মান রাখার প্রয়োজন রয়েছে। তাই আমরা উত্তরপ্রদেশের প্রত্যেক স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করতে চলেছি।’ যোগী এদিন আরও বলেন, ‘একজন সপা সাংসদ জাতীয় গানকে অপমান করে। বিদ্রোহ করে। এই মানুষরাই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করে না। কিন্তু এরাই নির্লজ্জের মতো জিন্নাহকে সম্মান করে।’