• কংগ্রেসে ফিরছেন ইটাহারের প্রাক্তণ তৃণমূল বিধায়ক অমল আচার্য
    বর্তমান | ১০ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: একদা কংগ্রেস ছেড়ে তৃণমূলে। আবার একুশের বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘবছর পর এবার ঘরওয়াপসি হতে চলেছে ইটাহারের প্রাক্তণ তৃণমূল বিধায়ক অমল আচার্যের। ফিরছেন নিজের পুরনো দল কংগ্রেসে। আগামী বুধবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগ দেবেন অমলবাবু। যা নিয়ে তলেতলে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল অবশ্য মনে করছেন অমল আচার্যের জার্সি বদলে ইটাহার বিধানসভায় কোনও প্রভাব পড়বে না। মানুষ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন। ওই এলাকায় মোশারফ হোসেনেরও ভালো জনপ্রিয়তা আছে। কাজের ছেলে। তাই অমল আচার্য কোনও ফ্যাক্টর হবে না। কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। অমলবাবুর কংগ্রেসে ফেরার বিষয়ে। কিন্তু আজ, সোমবার সেই গুঞ্জন কেটে গিয়েছে। অমলবাবু নিজেই জানিয়েছেন, তিনি কংগ্রেসে যোগ দিতে চলেছেন। অমলবাবুর কংগ্রেসে যোগদান প্রসঙ্গে দলের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, অমল আচার্য ঘরের ছেলে, ঘরে ফিরছেন। এতে আমরা খুশি। আগামী ১২ তারিখ কলকাতায় উনি প্রদেশ কংগ্রেসের অফিসে গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেবেন। বিধানসভা ভোটে উনি কংগ্রেসের কাছে তুরুপের তাস। প্রসঙ্গত, অমলবাবুর রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেস ঘরানায়। বুথ স্তর থেকে তাঁর উত্থান। একদা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি হয়ে জেলাপরিষদেরও সদস্য ছিলেন। তিনি ২০১১ সালে তৃণমূলের টিকিটে ইটাহার থেকে বিধায়ক হন।ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর থেকেই সামলেছেন জেলা সভাপতির পদ। তাঁর নেতৃত্বেই উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন ফুলেফেঁপে ওঠে। ২০১৬ সালের নির্বাচনে একদা কংগ্রেসের গড় নামে পরিচিত উত্তর দিনাজপুর জেলায় ৯টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিতে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। এরপর জেলা সভাপতির পদ থেকে অমল আচার্যকে সরানো হলেও চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বেও। তবে ছন্দপতন ঘটে ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর। তৃণমূলে তাঁর কদর কমে। শেষপর্যন্ত ওই বছরই রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদ দেবশ্রী চৌধুরী ও সুকান্ত মজুমদারের হাত থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেন অমল আচার্য। কিন্তু বিজেপিতে গিয়েই তাঁর রাজনৈতিক কেরিয়ার তখন থেকেই থমকে যায়। তাই এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরতে চলেছেন অমলবাবু।
  • Link to this news (বর্তমান)