নন্দীগ্রাম দিবসে সিপিএমের কথা মনে করিয়ে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের
দৈনিক স্টেটসম্যান | ১০ নভেম্বর ২০২৫
সিঙ্গুর-নন্দীগ্রাম ঘিরে একসময় বাংলা উত্তপ্ত হয়ে উঠেছিল। কৃষকদের জমি আন্দোলন তৎকালীন বামশাসনের পতনকে অনিবার্য করে তুলেছিল। সে সব রক্তাক্ত দিনের কথা আজও কেউ ভোলেননি। ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস। এই দিনে সেই রক্তক্ষয়ী সংগ্রামের কথা স্মরণ করে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানায় তৃণমূল কংগ্রেস।
আজ নন্দীগ্রাম দিবসে সিপিএম জমানার সন্ত্রাসের কথা মনে করিয়ে বিজেপিকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের শহিদদের প্রতি সম্মান জানিয়ে অভিষেকের বার্তা, ‘বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল। বিজেপিরও দর্পচূর্ণ হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে। তাদের বুঝিয়ে দেবে, বাংলার মানুষ বরাবর লড়াই করে।’
প্রতি বছর ১০ নভেম্বর শহিদ স্মরণে দিনটি পালন করে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এককালে তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা। তাই শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপিও এই দিনটি উদযাপন করে। প্রতি বছর নিজের এলাকায় তিনিও এই দিন স্মরণে অনুষ্ঠান করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
১০ নভেম্বরকে স্মরণে রেখে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সকল শহিদকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এক্সে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবার সকল শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।‘
অন্যদিকে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সে হ্যান্ডলে লিখেছেন, ‘২০০৭ সালের এইদিনে সিপিএমের বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয়, তা বুঝিয়ে দিয়েছিলেন। বামেরা এই শিক্ষা কোনওদিন ভুলতে পারবে না। বিজেপিরও দর্প চূর্ণ হবে এভাবেই।’ অভিষেকের স্পষ্ট হুঁশিয়ারি, ‘এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য, জমিদারি মানসিকতার জবাব মিলবে ব্যালট বক্সে।’