• এসএসসি মামলায় অবশেষে জামিন পার্থর, সাড়ে তিন বছর পর জেলমুক্তি!
    প্রতিদিন | ১০ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: অবশেষে সব মামলায় জামিন। এবার জেলমুক্তির অপেক্ষায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, সোমবার বিশেষ সিবিআই আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপরই আদালত পার্থের জামিন মঞ্জুর করে। জেলমুক্তির নির্দেশ দেওয়া হয়। জামিনের জন্য শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই টাকাও জমা পড়ে গিয়েছে বলে খবর। বিশেষ সিবিআই আদালত থেকে রিলিজ অর্ডার আলিপুর আদালতের সিজেএমের এজলাসে যাবে। সেখান থেকেই তা জমা পড়বে প্রেসিডেন্সি জেলে। তারপর ঘরে ফেরা বলে খবর।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)