• ক্রেন এনে রেলের কেব্‌ল চুরি হাওড়ায়! গ্রেফতার আট
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
  • বৈদ্যুতিক বা টেলিফোনের কেব্‌ল চুরির চক্র দু’দশক পরেও যে হাওড়ায় সক্রিয়, ফের তার প্রমাণ মিলল। অভিযোগ উঠেছিল, গত মাসের ২২ ও ২৬ তারিখে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকা থেকে চোরের দল ক্রেন এনে চুরি করে দক্ষিণ-পূর্ব রেলের ২০ লক্ষ টাকার কেব্‌ল। কিছু দিন আগে হাওড়ার শিবপুরে রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতর থেকে কেব্‌ল চুরির ঘটনা ফের ঘটে। তদন্তে নেমে সাঁতরাগাছি আরপিএফ এবং শিবপুর থানার পুলিশ জানতে পারে, দু’টি ঘটনায় জড়িত রয়েছে একটিই চক্র।

    প্রাথমিক তদন্তের পরে আরপিএফ ও রেল পুলিশ যৌথ ভাবে চক্রের আট জনকে গ্রেফতার করেছে। সন্ধান মিলেছে চুরির সামগ্রী রাখা গুদামেরও। কিন্তু চক্রের মাথার নাগাল পাননি তদন্তকারীরা। সেই মাথাকে ধরতে যৌথ তদন্ত শুরু করেছে আরপিএফ ও হাওড়া সিটি পুলিশ।

    বছর কুড়ি আগে হাওড়ার চ্যার্টাজিহাট থানা এলাকার দালালপুকুর এলাকায় টেলিফোন কর্মী সেজে রীতিমতো স্থানীয় থানাকে জানিয়ে পুলিশের সামনেই মাটির নীচে থাকা কয়েক লক্ষ টাকার টেলিফোনের কেব্‌ল চুরি ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে হাওড়া পুলিশ প্রথম এই কেব্‌ল চুরি চক্রের সন্ধান পায়। তদন্তে প্রকাশ পায় এই চক্রের শিকড় এ রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে। ব্যাপক ধড়পাকড়ের পরে এই চক্রের কাজকর্ম কিছুটা স্তিমিত হয়ে গেলেও তা যে বন্ধ হয়নি, প্রমাণ হয় গত মাসে সাঁতরাগাছি ইলেকট্রিক সাব স্টেশনের সামনে রাখা ২০ লক্ষ টাকার বৈদ্যুতিক কেব্‌ল চুরির পরে।

    আর পি এফ সূত্রের খবর, রেলের সাঁতরাগাছি ইলেকট্রিক সাব স্টেশনের সামনে ওই কেব্‌ল রাখা ছিল জরুরি কিছু কাজের জন্যে। তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীরা প্রকাশ্যদিবালোকে হাইড্রলিক ক্রেন নিয়ে এসে সমস্ত কেব্‌ল ছোট মালবাহী গাড়িতে তুলে নিয়ে পালায়। চুরির অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে সাঁতরাগাছি আর পি এফ। তদন্তে নেমে ডোমজুড় থানা এলাকার একটি গুদাম থেকে উদ্ধার হয় চুরি যাওয়া কেব্‌ল। ওই গুদামেই কেব্‌ল থেকে তামার তার বার করে গলানোর প্রমাণ মেলে। বাজেয়াপ্ত করা হয় চুরির কাজে ব্যবহার হওয়া দু’টি হাইড্রলিক ক্রেন ও তিনটি মালবাহী গাড়ি।

    ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে আর পি এফ। ধৃতদের মধ্যে লিলুয়ার বাসিন্দা সইফাজ খানকে গ্রেফতার করা হয় চুরির মাল কেনার অপরাধে। অন্য দিকে, হাওড়া সিটি পুলিশের হাতে শিবপুর থেকে গ্রেফতার হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা থেকে চুরি যাওয়া কেবল কেনার অভিযোগে দুর্গেশ যাদব নাম এক ব্যক্তিকে। সাঁতরাগাছি আর পি এফের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ভোলা সিংহ বলেন, ‘‘এই চক্রের এখনও অনেকে পালিয়ে বেড়াচ্ছে। মাথাকেই এখনও ধরা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ ক
  • Link to this news (আনন্দবাজার)