শিলিগুড়িতে বিশ্বজয়ী রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর, শুনে আবেগতাড়িত হয়ে কেঁদেই ফেললেন বাবা
আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়বে রাজ্য সরকার। সোমবার উত্তরবঙ্গে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। কেঁদেও ফেলেন। ভাঙা গলায় আনন্দবাজার ডট কম-কে বলেন, ‘‘আমি বলার ভাষা পাচ্ছি না। দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। শুধুমাত্র রিচা নয়, নতুন প্রজন্মের যাঁরা খেলছেন, স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটা অনেক বড় পাওনা। ধন্যবাদ জানাব মুখ্যমন্ত্রী-সহ রাজ্য সরকারকে। যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত, তাঁদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই।’’
সম্প্রতি টানা বৃষ্টিতে বিপর্যয়ের কবলে পড়া উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার দুপুরে উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই রিচার নামে শিলিগুড়ির চাঁদমণিতে স্টেডিয়াম গড়ার ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রিচাকে অভিনন্দন। মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ওর নামে আমরা একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই। চাঁদমণি বাগানে প্রায় ২৭ একর জমি আছে। ওটা ক্রিকেট স্টেডিয়াম হবে। রিচা ক্রিকেট স্টেডিয়াম।’’
খেলার মধ্যে রয়েছেন, এমন কারও নামে দেশে কখনও কোনও স্টেডিয়াম হয়নি। ভাইচুং ভুটিয়ার নামে একটি রয়েছে। তবে সেটার নামকরণ হয়েছে তিনি অবসর নেওয়ার পর। যাঁদের নামে রয়েছে, তাঁদের অধিকাংশই পেশাদার খেলোয়াড়ও নন। যেমন দিল্লিতে রয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। প্রয়াত এই বিজেপি নেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই ওই স্টেডিয়ামের নামকরণ। আবার অহমদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সে দিক দিয়ে রিচাই সম্ভবত প্রথম ক্রিকেটার, যাঁর নামে স্টেডিয়াম তৈরি হতে চলেছে।
এ দেশে ক্রিকেটারদের নামে স্টেডিয়াম না থাকলেও বিভিন্ন স্টেডিয়ামে তাঁদের নামে স্ট্যান্ড রয়েছে। দু’-একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই সেই সব স্ট্যান্ড তৈরি হয় খেলোয়াড়েরা অবসর নেওয়ার পর। রিচার নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা করে সেই প্রবণতারও ব্যতিক্রম ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা।
গত অক্টোবর মাসের শুরুতেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গে পাহাড় এবং সমতল। অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। বহু মানুষ ঘরছাড়া ছিলেন। সেই পরিস্থিতির মোকাবিলায় গত এক মাসে এই নিয়ে বার তিনেক উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা। শুধু তা-ই নয়, সেখানকার ভূমিকন্যার নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণার মধ্যে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কৌশলও রয়েছে বলে মনে করছেন অনেকে।
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রায়ই মমতার সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে থাকে। ভোটবাক্সে তার ফলও পায় পদ্মশিবির। নির্বাচনে দক্ষিণবঙ্গে সেই অর্থে ভাল ফল করতে না পারলেও উত্তরবঙ্গ ‘বিজেপির ঘাঁটি’ হিসাবে পরিচিতি পেতে শুরু করেছে রাজ্য-রাজনীতিতে। সেই জায়গায় দাঁড়িয়ে রিচার নামে উত্তরবঙ্গেই স্টেডিয়াম তৈরির ঘোষণা করে আসলে বিজেপির বঞ্চনার অভিযোগকে মুখ্যমন্ত্রী উড়িয়ে দিলেন বলেই অনেকের মত।