• এসআইআর বিরোধিতায় মতুয়া ঠাকুরবাড়িতে অনশনে দাদা, ‘দুশ্চিন্তায়’ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ভাইয়ের
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে ‘আমরণ’ অনশনে বসেছেন দাদা। ‘দুশ্চিন্তায়’ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভাইয়ের। এসআইআর-এর বিরোধিতায় বুধবার থেকে ‘আমরণ’ অনশনে বসেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মতুয়া অনুগামীরা। তাঁদের অনেকেরই শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তার মধ্যেই রবিবার এক অনশনকারীর ভাই মারা যান। পরিবারের দাবি, দাদার জন্য দুশ্চিন্তা করে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

    বুধবার থেকে টানা অনশন চালিয়ে যাচ্ছেন নদিয়ার বাসিন্দা নিতাই মণ্ডল। রবিবার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা, শরীরে জলের অভাব (ডিহাইড্রেশন)-এর মতো উপসর্গ রয়েছে নিতাইয়ের। পরিবারের সদস্যদের দাবি, দাদার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভাই প্রফুল্ল। রবিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

    এই প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা সাংসদ মমতাবালা বলেন, ‘‘এসআইআর-আতঙ্কে মানুষের মৃত্যু কিংবা মতুয়াদের অনশন নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই নির্বাচন কমিশনের।” তার পরেই বনগাঁর বিজেপি সাংসদ, ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের উদ্দেশে তোপ দাগেন তিনি। বলেন, “শান্তনু ঠাকুর ও কেন্দ্রীয় সরকার চাইছে মতুয়ারা ধ্বংস হয়ে যাক। আর সেটাই কার্যকর করতে চাইছে নির্বাচন কমিশন।’’ মমতাবালার বক্তব্য, এসআইআর কার্যকর হলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। যার মধ্যে ৯৫ শতাংশই মতুয়া হবেন বলে দাবি তাঁর।
  • Link to this news (আনন্দবাজার)