• নেত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য
    আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
  • দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ করলেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালির এক তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বছরখানেক আগেও ওই নেতা তাঁর সঙ্গে অভব্য ব্যবহার করেছিলেন। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। কয়েক দিন আগে ওই নেতা ফের তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নেত্রী। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ অস্বীকার করে ওই নেতার দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

    গত বিধানসভা ভোটের আগে যৌন হেনস্থার অভিযোগকে ঘিরে এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। সে সময়েও ওই নেতা অভিযোগ অস্বীকার করেছিলেন। শাসক দলের ওই নেত্রীর অভিযোগ, বেশ কিছু দিন ধরে নেতা তাঁকে উত্যক্ত করছিলেন। সম্প্রতি আগ্নেয়াস্ত্র দেখিয়ে যৌন হেনস্থা করেন। নেত্রীর কথায়, ‘‘আগেও আমাকে গালিগালাজ করেছিল। এ বার আগ্নেয়াস্ত্র দেখিয়ে যৌন হেনস্থা করেছে। পুলিশকে সব জানিয়েছি।’’

    অভিযোগ মিথ্যা বলে দাবি করে ওই নেতা বলেন, ‘‘মহিলা বিজেপির হয়ে কাজ করছিলেন। প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ করছেন।’’ দলের নেতার পাশে দাঁড়িয়ে তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি তথা তৃণমূল নেতা বুরহানুল মোকাদ্দিম লিটনের প্রতিক্রিয়া, ‘‘এ সববিজেপির চক্রান্ত।’’

    বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, ‘‘তৃণমূল এখন নিজের দলের নেত্রীকেও অসন্মান করতে ছাড়ছে না! মানুষকে ভুল বুঝিয়ে অন্যায় চাপা দিতে চাইছে।’’
  • Link to this news (আনন্দবাজার)