সুন্দরবনে বাঘের সংখ্যা কত? জানতে শুরু হচ্ছে ব্যাঘ্রশুমারি, বসবে ১৪০০-র বেশি ক্যামেরা
আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
আগামী ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার গণনার কাজ। বন দফতর সূত্রে খবর, এ বার বাঘের গতিবিধি নজরবন্দি করতে জঙ্গলের অন্দরমহলে বসানো হবে মোট ১,৪৮৪টি ট্র্যাপ ক্যামেরা। প্রায় ৪,১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই ক্যামেরাগুলি বসানো হবে। এর মাধ্যমে এক মাসেরও বেশি সময় ধরে বাঘের ছবি সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে।
জানা গিয়েছে, ২৬ নভেম্বর থেকে শুরু হবে ক্যামেরা বসানোর কাজ। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই বনকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে— কোন অংশে, কী ভাবে ক্যামেরা স্থাপন করতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। পুরো অভিযানে প্রায় আড়াইশো কর্মীকে বিভিন্ন এলাকায় নিয়োগ করা হবে। প্রতি বছর নির্দিষ্ট সময় অন্তর সুন্দরবনে বাঘের শুমারি চালানো হয়। ক্যামেরা ট্র্যাপিং, পায়ের ছাপ সংগ্রহ, এবং প্রাকৃতিক চিহ্ন বিশ্লেষণের মাধ্যমেই নির্ধারণ করা হয় বাঘের সংখ্যা। এ বছরের গণনার প্রথম পর্যায় শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
দু’বছর আগে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। বন দফতরের আধিকারিকদের অনুমান, এ বছর সেই সংখ্যা ১০০ পেরোবে। তবে এ বার গণনা শুধুমাত্র বাঘের সংখ্যাতেই সীমিত থাকবে না। বাঘের আচরণ, খাদ্যের জোগান এবং শিকারের প্রজাতির উপস্থিতিও বিশ্লেষণ করা হবে। বিশেষ করে, হরিণ, বুনো শুয়োর ও অন্যান্য প্রাণীর সংখ্যা কী পরিমাণে রয়েছে, তা পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা হবে জঙ্গলে বাঘের খাদ্যচক্র কতটা স্থিতিশীল। ধারণা করা হচ্ছে, খাবারের জোগান কমে আসায় মাঝেমধ্যেই বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে। সেই ধারণা যাচাই করতেই এই বছর বাড়তি নজর দেওয়া হচ্ছে খাদ্যসম্পদের পর্যবেক্ষণে।
এই কাজের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে বন দফতর, যার মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে কেন্দ্রীয় পর্যায়ে। এ বার তাই বাঘের শুমারি শুধু সংখ্যা নয়, তাদের দৈনন্দিন জীবন ও খাদ্যচক্র সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেবে।