বাংলার ভোটার তালিকায় ছ’জন বাংলাদেশি চিহ্নিত! নাম বাদ দিতে কমিশনকে চিঠি দিল ফরেনার্স অফিস
আনন্দবাজার | ১০ নভেম্বর ২০২৫
ছ’জন বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দিতে নির্বাচন কমিশনে চিঠি দিল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এই সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশি সন্দেহে ছ’জনকে আটক করা হয়। নথি যাচাইয়ের সময় দেখা যায় তাঁদের কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। অথচ ভোটার কার্ড-সহ অন্যান্য নথি এ রাজ্যের। তাঁদের নাম অবিলম্বে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক। প্রসঙ্গত, এর আগেও কয়েকশো বাংলাদেশি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চিঠি পাঠিয়েছিল ফরেনার্স অফিস।
রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়েছে। বিভিন্ন মহলের দাবি, তার পর থেকেই সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর হিড়িক দেখা গিয়েছে। তা করতে গিয়ে গ্রেফতারও হয়েছেন অনেকে। রবিবার মালদহে গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশি। তাঁদের পাকড়াও করেছে রাজ্য পুলিশ। কোচবিহারেও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জালে ধরা পড়েছেন তিন জন।