• ‘জীবনে কোনওদিন এত বিকট শব্দ শুনিনি’, ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী
    এই সময় | ১১ নভেম্বর ২০২৫
  • ‘জীবনে কোনওদিন এত বিকট শব্দ শুনিনি। মনে হলো, আশেপাশের গোটা এলাকা ধসে পড়ে যাচ্ছে। আমরা হয়তো সকলে মরে যাব’ — ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন এক দোকানদার। লালকেল্লার কাছেই রয়েছে তাঁর দোকান। একের পর এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা তিনি চাক্ষুস করেছেন। সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেন একটি সংবাদমাধ্যমে।

    সংবাদসংস্থা এএনআইকে ওই প্রতক্ষদর্শী বলেন, ‘অন্য দিনের মতো আমি দোকানেই ছিলাম। আমি একটা চেয়ারে বসেছিলাম। এত জোরে বিস্ফোরণের শব্দ হয়েছে, যা আমি জীবনে শুনিনি। আমার গোটা শরীর কেঁপে উঠেছিল। পর পর তিন বার আমি বিস্ফোরণের শব্দ শুনেছি।’ চারিদিকে আগুন, হুড়োহুড়ি দেখে দোকান বন্ধ করে দিয়ে তিনি বেরিয়ে যান।

    ঘটনাস্থল থেকে আরেক স্থানীয় ব্যক্তি বলেন, ‘বিস্ফোরণের ফলে এত জোরে কেঁপে উঠেছে গোটা এলাকা, যে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। ঘটনাস্থলের কাছে গিয়ে দেখি অনেকের দেহাংশ পড়ে আছে। ভয় ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। ততক্ষণে পুলিশ এসে গোটা এলাকা ঘিরে দিয়েছে। আমিও পালিয়ে এসেছি।’

    এখনও পর্যন্ত এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের নিকটবর্তী এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লায় মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে। গাড়িটি আগুনে পুড়ে যায় এবং আশেপাশের আরও বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়. বিস্ফোরণের পর দেশের একাধিক শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। NIA, IB-র শীর্ষ কর্তাদের সঙ্গে সোমবার রাতেই বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, সন্ধ্যা ৬:৫৫ নাগাদ বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে সাতটি ইঞ্জিন ও ১৫টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে রয়েছে।

  • Link to this news (এই সময়)