• আত্মঘাতী হামলা? ধীর গতিতে এসে থেমেছিল একটি গাড়ি, দিল্লির বিস্ফোরণের তদন্তে কী জানা গেল?
    এই সময় | ১১ নভেম্বর ২০২৫
  • সোমবার সন্ধ্যায় দিল্লিতে কি ফিদায়েঁ হামলা অর্থাৎ আত্মঘাতী হামলা ঘটল? দিল্লি পুলিশের সূত্র অন্তত সেটাই জানিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে সরকারি ভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, লাল কেল্লা চত্বরে সোমবার সন্ধ্যায় যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তা আত্মঘাতী হামলাই ছিল। একটি IED অর্থাৎ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছিল।

    ওই সূত্রের দাবি প্রাথমিক তদন্তের পরে জানা গিয়েছে, হামলায় একটি হুন্ডাই আই-২০ গাড়ি ব্যবহার করা হয়েছিল। ওই গাড়িটিতেই IED রাখা ছিল। সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল আই-২০ গাড়িটি। এর পরেই বিস্ফোরণ ঘটে। গাড়িটি হরিয়ানায় নিবন্ধিত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা বুলেটও উদ্ধার করা হয়েছে।

    সরকারি ভাবে এখনও এই বিস্ফোরণকে ‘হামলা’ পর্যন্ত বলেনি দিল্লি পুলিশ। তবে দিল্লি পুলিশ কমিশনারের বক্তব্যেও স্পষ্ট আত্মঘাতী হামলার ইঙ্গিত রয়েছে।

    দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেছেন, ‘আজ সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে একটি ধীর গতির গাড়ি রেড সিগন্যালে কেল্লার কাছে এসে থামে। সেই গাড়িতে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের কারণে কাছের আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। সমস্ত সংস্থা, FSL, NIA এখানে রয়েছে। এই ঘটনায় কিছু ব্যক্তির মৃত্যু হয়েছে এবং অনেকে আহতও হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

    দিল্লির পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করেছিলেন। কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখছেন। তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে আপডেট ভাগ করে নিচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বিস্ফোরণের পরে অমিত শাহর কাছ থেকে এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

  • Link to this news (এই সময়)