• সলমনই হামলার মূল চক্রী? দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিক আটক
    এই সময় | ১১ নভেম্বর ২০২৫
  • সাদা রঙের হুন্ডাইয়ের একটি আই-২০ গাড়ি। ধীরে গতিতে এসে সিগন্যালের সামনে থামল। ঘুণাক্ষরেও কারও সন্দেহ হয়নি। কিন্তু আচমকাই বিস্ফোরণ। সোমবার লালকেল্লার ১ নম্বর গেটের সামনে এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের (সরকারি ভাবে মৃত ৮) মৃত্যু হয়েছে। জখম প্রায় ২৪ জন। বিস্ফোরণের পরেই গাড়ির মালিকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। অবশেষে মহম্মদ সলমন নামে এক যুবককে আটক করল পুলিশ। তিনিই আই-২০ গাড়ির মালিক বলে জানা গিয়েছে।

    বিস্ফোরণের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা। ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছে যায় দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্র্যাঞ্চ। তার পরেই শুরু হয় গাড়ির মালিকের খোঁজে তল্লাশি। সূত্র বলতে শুধু গাড়ির রেজিস্ট্রেশন নম্বর HR26CE7624। অর্থাৎ গাড়িটি হরিয়ানার।

    রাত সাড়ে দশটা নাগাদ সলমনকে আটকে করে দিল্লি পুলিশ। তবে কোথা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাননি তদন্তকারীরা। হরিয়ানার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে খোঁজ চালিয়েই সলমনকে গ্রেপ্তার করা হয়। তিনি হরিয়ানার বাসিন্দা কি না জানা যায়নি। তবে তাঁর সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের একটি দল হরিয়ানাতেও যেতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

    দিল্লির পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যা ৬টা ৫২মিনিট নাগাদ একটি গাড়ি খুব ধীর গতিতে এসে থেমে যায়। তার পরেই বিস্ফোরণ হয়। তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁকে সমস্ত তথ্য জানাচ্ছি।’ বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ANI সূত্রে জানা গিয়েছে।

    বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌছয় ২০টি দমকল। তার পরে একে একে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) এবং ডিরেক্টরেট অব ফরেনসিক সায়েন্সেস পৌছে যায়। ঘটনাস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছেন তিনি। বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমস্ত তদন্তকারী সংস্থা একযোগে কাজ করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে।’

    লালকেল্লার সামনে প্রতিদিনই সন্ধ্যায় ভিড় জমান দেশি-বিদেশি পর্যটকরা। আসেন স্থানীয় বাসিন্দারাও। এ দিন লালকেল্লার সামনে ভিড় করেছিলেন তাঁরা। আচমকাই ১ নম্বর গেটের কাছে মেট্রোর সামনে গাড়িতে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সবাই।

    বিস্ফোরণের তীব্রতায় পাশের দু’টি গাড়িতেও আগুন ধরে যায়। পরপর তিনটি গাড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিশ। কিছুক্ষণের মধ্যে হাজির হয় দমকলও। স্থানীয় বাসিন্দারাই আহতদের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমকলের ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিস্ফোরণের আশপাশে ভিড় করে রয়েছেন অনেকেই। দিল্লি পুলিশ বলেছে, ‘অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

  • Link to this news (এই সময়)