• ‘যাত্রী সাথী’ পেল কেন্দ্রের তরফ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার
    দৈনিক স্টেটসম্যান | ১১ নভেম্বর ২০২৫
  •  ‘দুয়ারে সরকার’ প্রকল্পের পর কেন্দ্রীয় সরকার আবার স্বীকৃতি দিল পশ্চিমবঙ্গ সরকারের ‘যাত্রী সাথী’ প্রকল্পকে। এই প্রকল্পকে কেন্দ্রীয় সরকারের হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রক দিল শ্রেষ্ঠত্বের পুরস্কার। মমতা নিজের এক্স হ্যান্ডলে এই খবর পোস্ট করেছেন।

    তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘যাত্রী সাথী প্রকল্প মোট ১.৪২ কোটি রাইড সম্পন্ন করেছে। এই প্রকল্পের সুবিধা পেয়েছেন ৪৫ লক্ষ যাত্রী এবং ১.৩  লক্ষ গাড়িচালক।‘  তিনি ‘যাত্রী সাথী’র সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি অত্যন্ত গর্বের সঙ্গে একথাও বলেছেন যে, আজও পশ্চিমবঙ্গ যা করে, সারা ভারত তা অনুসরণ করে।

    বড় শহরগুলিতে ওলা-উবেরের এখন রমরমা। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকার ‘যাত্রী সাথী’ ক্যাব পরিষেবা শুরু করেছিল।রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের সোসাইটি ফর ন্যাচরাল ল্যাঙ্গোয়েজ টেকনোলজি রিসার্চ (এসএনএলটিআর) এই অ্যাপ তৈরি করতে সাহায্য করেছিল।

    প্রাথমিকভাবে হলুদ ট্যাক্সিগুলিকে এই অ্যাপের আওতায় আনা হয়। পরে সরকারি এসি বাসগুলিকেও এই অ্যাপের অধীনে আনা হয়। সরকারি এবং বেসরকারি মিলিয়ে অনেকগুলি রুটকে আনা হয়েছে এই অ্যাপের অধীনে।উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের ‘দুয়ারে সরকার’ প্রকল্পটি ২০২২ সালে কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক দ্বারা  ‘সেরা প্রকল্প’ হিসেবে নির্বাচিত হয়েছিল।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২২’  পুরস্কার তুলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের হাতে ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)