• জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ৩ বছর ৩ মাস পরে বাড়ি ফিরবেন মন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১১ নভেম্বর ২০২৫
  • অবশেষে জেল থেকে ছাড়া পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  আজ, সোমবার বিশেষ সিবিআই আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপরই আদালত প্রাক্তন মন্ত্রীর জামিন মঞ্জুর করে। জেলমুক্তির নির্দেশ দেওয়া হয়। জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই টাকাও জমা পড়ে গিয়েছে বলে খবর। বিশেষ সিবিআই আদালত থেকে রিলিজ অর্ডার আলিপুর আদালতের সিজেএমের এজলাসে যাবে। সেখান থেকেই তা জমা পড়বে প্রেসিডেন্সি জেলে। তারপরই জেলমুক্তি হবে বলে খবর।

    শারীরিক সমস্যার কারণে কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাই জেলমুক্তির বিষয়টি জানানো হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। সোমবার হাসপাতাল থেকেই ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন পার্থ। জেলমুক্তির নির্দেশ শুনে হাসতেও দেখা যায় তাঁকে। তবে জেলমুক্তির প্রক্রিয়া সম্পন্ন হতে মঙ্গলবার হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ৩ বছর ৩ মাস ১৮ দিন পর মঙ্গলবারই নিজের বাড়িতে ফিরতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পায়ের সমস্যায় ভুগছেন পার্থ। জেলমুক্ত হওয়ার পর বাড়িতে কী ভাবে চিকিৎসা চলবে, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি ও সিবিআই মামলার তদন্ত শুরু করে।  সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্টে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সিবিআইয়ের দেওয়া আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পরই জেল থেকে মুক্তি পেতে পারেন তিনি। ২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে বলে নির্দেশও দেওয়া হয়। সিবিআই আদালতে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শুরু হয়। আজ, সোমবার সেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত সূত্রে খবর, সিবিআই বিশেষ আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। ফলে আর জামিন পাওয়ায় সমস্যা ছিল না প্রাক্তন মন্ত্রীর।

    বিকেলে আদালত থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়। পার্থের সঙ্গেই মুক্তি পাচ্ছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। আগামী ১৯, ২২, ২৩ ডিসেম্বর পরের সাক্ষ্যগ্রহণ হবে বলে খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘ সময় তাঁকে জেরা করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি।

    পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের তল্লাশি চালিয়ে দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। সোনাদানা, বাড়ি মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এর পর গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ইডির পর তাঁকে সিবিআই-ও গ্রেফতার করে। গঠন করা হয় চার্জশিট। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। পার্থ জেলবন্দিই ছিলেন। বার বার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দেখিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণও। অবশেষে জেলমুক্তি হল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)