• দিল্লি বিস্ফোরণ Live Updates: ঘটনাস্থলে শাহ, দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তার গাড়ির মালিক নাদিম খান
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • ভয়াবহ বিস্ফোরণে কাঁপল রাজধানী দিল্লি। লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে ধামাকা। অভিঘাতে মৃত ৮। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনআইএ ও এনএসজি দল। প্রতি মুহূর্তের আপডেট জানতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন.ইন-এ।  

    রাত ১১.৩৫: আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

    রাত ১১.৩০: দিল্লির লোক নায়ক হাসপাতালের বাইরে মানুষের ভিড়। রাস্তায় তুমুল উত্তেজনা।

    রাত ১১.০১: দিল্লি বিস্ফোরণে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। তিনি লেখেন, ‘এই ঘটনায় যাঁরা আপনজনদের হারালেন, সেই সব পরিবারের প্রতি সহানুভূতি জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা যাতে আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাঁদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। দিল্লি পুলিশের টিম, এনএসজি, এনআইএ এবং এফএসএল দল একসঙ্গে গোটা ঘটনা খতিয়ে দেখছে। দিল্লিবাসীর কাছে আমার অনুরোধ, কোনও গুজবে কান দেবেন না। শান্তি বজায় রাখুন।’

    রাত ১১.০০: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে চলছে উচ্চপর্যায়ের বৈঠক।

    রাত ১০.৪৬: বিস্ফোরণের ঘটনার পর শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘দিল্লির বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার এবং নিকটাত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

    রাত ১০.৩৫: যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল ( হুন্ডাই আই ১০), সেই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম নাদিম খান।

    রাত ১০.০০: ঘটনাস্থলে পৌঁছলেন অমিত শাহ।

    রাত ০৯.৫০: ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।”

    রাত ০৯.৪৮: ঘটনায় শোকপ্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

    রাত ০৯.৪৫: ঘটনার নেপথ্যে হাত রয়েছে পাকিস্তানের, দাবি আপ নেতা সঞ্জয় সিং-এর।

    রাত ০৯.৪৫: দিল্লির লোক নায়ক হাসপাতালে পৌঁছলেন অমিত শাহ।

    রাত ০৯.২৭: ঘটনার পর মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “কেনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সিসিটভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে। সব দিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে। কিছুক্ষণের মধ্যে আমি ঘটনাস্থলে পৌঁছব। যাব হাসপাতালেও।”

    রাত ০৯.০২: ঘটনায় ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    রাত ০৯.০১: সূত্রের খবর, যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটির মডেল হুন্ডাই আই ১০।

    রাত ০৯.০০: সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, “সোমবার সন্ধ্যে ৬টা ৫২ মিনিট নাগাদ সিগনালের লাল বাতি দেখে একটি গাড়ি ধীর গতিতে এসে থামে। তারপরই আচমকা গাড়িটিতে বিস্ফোরণ হয়। আশপাশে থাকা অন্যান্য গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। ঘটনাস্থলে পৌঁছছে এফএসএল, এনআইএ-র মতো এজেন্সিরা। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও।” তিনি আরও বলেন, “তদন্তে যা উঠে আসবে, তা জনসমক্ষে আনা হবে।”

    রাত ০৮.৫০: ঘটনাস্থলে উপস্থিত ফরেন্সিক দল।

    রাত ০৮.৪৪: ঘটনায় শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    রাত ০৮.২৯: অমিত শাহের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    রাত ০৮.২৯: বন্ধ করে দেওয়া হল উত্তরপ্রদেশ, নেপাল সীমান্ত।

    রাত ০৮.০৮: আইবি প্রধান এবং দিল্লির পুলিশ কমিশানার সতীশ গোলচার সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ।

    রাত ০৮.০৮: দেশের সমস্ত বড় শহরগুলিতে জারি করা হল হাই অ্যালার্ট। হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতাতেও। লাল সতর্কতা উত্তরপ্রদেশে। 

    রাত ০৮.০০: ঘটনাস্থলে পৌঁছল একাধিক অ্যাম্বুল্যান্স।

    রাত ০৭.৫৬: মুম্বইতে জারি করা হল হাই অ্যালার্ট।

    রাত ০৭.৪৬: ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন। পৌঁছে গিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)।
  • Link to this news (প্রতিদিন)