• ভোট ঘোষণার আগেই ফরাক্কায় প্রার্থী সিপিএমের! ‘চক্রান্ত’ নাকি আলিমুদ্দিনের সঙ্গে স্থানীয় নেতৃত্বের বিবাদ?
    প্রতিদিন | ১১ নভেম্বর ২০২৫
  • শাহজাদ হোসেন, জঙ্গিপুর: ছাব্বিশের বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ হতে এখনও অনেক দেরি। এদিকে নভেম্বর শুরুতেই সিপিএম প্রার্থীর নামে পোস্টার, ফ্লেক্স দেখা গেল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। সিপিআইএম প্রার্থী হিসেবে দিলীপ মিশ্রকে মনোনীত করে ওই পোস্টার পড়েছে বলে খবর। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। এই প্রার্থী নির্বাচন আলিমুদ্দিন থেকে হয়নি! বামফ্রন্টের অন্যান্য শরিক দলের মধ্যে আলোচনা হয়নি বলে খবর। তাহলে কীভাবে সিপিএম প্রার্থী হিসেবে ওই ব্যক্তির নামে প্রচার শুরু হয়ে গেল? তাহলে কি সিপিএমের নীচুতলার সঙ্গে নেতৃত্বদের তেমন একটা যোগাযোগ নেই? আলিমুদ্দিন বরাবর জনসংযোগের কথা বললেও এক্ষেত্রে বড় ফাঁক থাকছে? জেলার নেতা-কর্মীদের সঙ্গে কি দলীয় নেতৃত্বের যোগাযোগের খামতি থেকে যাচ্ছে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

    বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে অন্দরের খবর। এদিকে কয়েক কদম এগিয়ে মুর্শিদাবাদের ফরাক্কায় সিপিএম প্রার্থী মনোনীত করে ফ্লেস্কও পড়েছে! ফরাক্কা ব্লকের নবারুন এনটিপিসি মোড়ে ওই ফ্লেক্স দেখা গিয়েছে। ফরাক্কা ব্লক সিটু সভাপতি দিলীপ মিশ্রের নামে ওই ফ্লেক্স পড়েছে। আর তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা।

    বামফ্রন্টের সিপিএম-সহ অন্যান্য শরিক দলগুলি প্রথমে আসন সমঝোতা করে একাধিক বৈঠকের মাধ্যমে। বৈঠক, আলোচনার মধ্যে দিয়ে সিপিএমের প্রার্থী বাছাই করা হয়। তাহলে কীভাবে এই ব্যক্তির নামে প্রার্থী হিসেবে নাম প্রকাশিত হল? সেই প্রশ্ন উঠেছে। তাহলে কি কোনওভাবে দলের মধ্যে সংযোগের অভাব রয়েছে? সেই প্রশ্ন উঠেছে। যদিও এই বিষয়ে স্থানীয় সিপিএম নেতৃত্ব কোনও মন্তব্য করেনি। ফ্লেক্স, পোস্টারে লেখা রয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনে ৫৫ নম্বর ফরাক্কা বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও সুখ-দুঃখের সাথী কমরেড দিলীপ মিশ্রকে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।”

    এই বিষয় নিয়ে দিলীপ মিশ্র কী বলছেন? তিনি বলেন, “আমি এই পোস্টার সম্বন্ধে কিছুই জানি না। কে লাগিয়েছে, কেন লাগিয়েছে?” তিনি আরও বলেন, “আমি দলের একজন কর্মী হিসেবে মানুষের পাশে আছি। কে বা করা এই পোস্টার লাগিয়েছে সেই বিষয়ে কিছুই জানি না।”
  • Link to this news (প্রতিদিন)