• Video: ঠিক সেই মুহূর্তের ভিডিয়ো, কতটা জোরালো ছিল দিল্লির বিস্ফোরণ? দেখুন
    এই সময় | ১১ নভেম্বর ২০২৫
  • সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে তীব্র বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের প্রকৃতি নিয চর্চা চলছে। সূত্রের খবর প্রাথমিক তদন্তে আত্মঘাতী হামলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও দিল্লি পুলিশ সরকারি ভাবে কিছু জানায়নি। বিস্ফোরণের পরের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ বার সামনে এল ঠিক বিস্ফোরণের মুহূর্তের ভিডিয়োও।

    ভিডিয়োগুলি যাচাই করেনি ‘এই সময় অনলাইন’। তবে ভিডিয়োগুলি সত্যি হলে, এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক কতটা তীব্র ছিল এ দিনের বিস্ফোরণ।

    একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সেই সময়েই একটু পাশেই তীব্র বিস্ফোরণের শব্দ হয়। ক্যামেরার লেন্স সেদিকে ঘুরতেই দেখা যায় আগুনের গোলা। এর পরেই আতঙ্কে জনগণ ছোটাছুটি শুরু করে দেয়।

    ওই মুহূর্তের আরও একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এটিতেও এক ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছিলেন এক সাংবাদিক। সেই সময়েই পিছন থেকে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা য়ায়। একই সঙ্গে সামনের বাড়িগুলি কমলা আগুনে রঙে উজ্জ্বল হযে ওঠে।

    এর পরে ওই সাংবাদিককে ক্যামেরা নিয়ে একেবারে ঘটনাস্থলে চলে আসতে দেখা যায়। এক ব্যক্তিকে বলতে শোনা যায় বোমা ফেটেছে। আর একজন দাবি করেন, বোমা নয় গ্যাসের সিলিন্ডার ফেটেছে। সামান্য আহত এক ব্যক্তিকে বিস্ফোরণস্থলে থাকা গাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতেও দেখা যায়।

    আর ওই এলাকার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, বিস্ফোরণের পরে আতঙ্কে ছুটে পালাচ্ছেন সাধারণ মানুষ।

  • Link to this news (এই সময়)