• নীতীশকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা, আচমকাই ভোল বদল বিজেপির
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাহলে কি একা নরেন্দ্র মোদিকে সামনে রেখে বিহার জয়  হচ্ছে না? কারণ, সোমবার বিহারের শেষ দফার ভোটের ঠিক প্রাক্কালে বিজেপির বিহার ইনচার্জ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করলেন, ভোটে জয়ী হলে নীতীশকুমারই আবার মুখ্যমন্ত্রী হবেন। অথচ ভোট ঘোষণার পর থেকে বারংবার প্রশ্ন ওঠা সত্ত্বেও এই ঘোষণা করা হয়নি। যে ঘোষণা প্রথম থেকে সরাসরি করা হয়নি, সেটা ভোটপর্ব সমাপ্ত হয়ে যাওয়ার ঠিক আগের দিন কেন করা হল? রাজনৈতিক মহলের অনুমান, আজ বিহারের দ্বিতীয় ও শেষ দফার ভোটের আগে এই ঘোষণা করে বিজেপি বুঝিয়ে দিল যে, নীতীশ কুমার ছাড়া তাদের গতি নেই। প্রথম দফার ভোটের পর থেকেই বিজেপিকে প্রচার ও সভা-সমাবেশের শরীরী ভাষায় অনেকটাই ব্যাকফুটে মনে হয়েছে। বিহারজুড়ে এবার বিরোধীদের প্রচার ছিল, বিজেপি জোট জয়ী হলেও নীতীশকুমারকে মুখ্যমন্ত্রী করা হবে না। এমনকি বিরোধীরা বিজেপিকে চ্যালেঞ্জও ছুঁড়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, আপনাদের কে? বিগত বছরগুলিতে কোনও রাজ্যেই ভোটের আগে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিংবা পুরনো মুখ্যমন্ত্রীই আবার ওই পদে বসবেন এরকম ঘোষণা করেনি বিজেপি। সেই একই ফর্মুলা বিহারেও প্রয়োগ করার সিদ্ধান্ত হয়। সেইমতো প্রথম থেকেই একবারও প্রকাশ্যে বলা হয়নি, নীতীশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী। আর সেটা হয়েছে চরম রাজনৈতিক ড্যামেজ। কারণ নীতীশকে ২০ বছর পর যতটা দুর্বল হিসেবে ভাবা হচ্ছে, আদতে তিনি তেমন নন। কারণ, নীতীশের নিজস্ব ভোটব্যাংক অটুট। কৈরী, কুর্মি ছাড়াও মহিলারা বিহারে বারংবার নীতীশকে জিতিয়েছে। এবার শোনা গিয়েছে, একদিকে নীতীশও তাঁর দল প্রবল ক্ষুব্ধ, আবার তাঁর ভোটাররাও বিজেপির উপর ক্রুদ্ধ। কারণ নীতীশকে সরিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে বলে প্রচার চলছে। সোমবার কিন্তু কোনও আড়াল-আবডাল নয়, সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সোমবার জানিয়েছে নীতীশ কুমার ছাড়া আর কেউ মুখ্যমন্ত্রী হবেন এরকম ভাবাই যায় না। সুতরাং, জিতলে নীতীশই পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধান কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে বলেন, আমরা তো প্রথম থেকেই বলছি যে, বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সি ফাঁকা নেই। তার অর্থই তো নীতীশ বাবু মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন। এই হঠাৎ সুর বদলে মনে করা হচ্ছে, বিজেপি কি তাহলে আত্মবিশ্বাস হারিয়েছে? বিহারে একক গরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই এনডিএ  জোটের? বিহারের ভোটপর্বের দ্বিতীয় দফা সমাপ্ত হওয়ার পরই প্রকাশিত হবে এক্সিট পোলের ফলাফল। কী পূর্বাভাস দেবে সেই সমীক্ষা? ১৪ নভেম্বর প্রকৃত ফলাফলের আগে ভারতের চোখ থাকবে আজ এক্সিট পোলের দিকে।
  • Link to this news (বর্তমান)