প্রথম দফায় মহিলা ও পুরুষের পৃথক ভোটদানের হার প্রকাশ হয়নি কেন? কমিশনকে নিশানা তেজস্বীর
বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
পাটনা: আজ মঙ্গলবার বিহারে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তার আগে তথ্য প্রকাশে গড়িমসি নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর অভিযোগ, প্রথম দফার ভোটের পর চারদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও ‘লিঙ্গভিত্তিক ভোটদানের তথ্য’ প্রকাশ করেনি কমিশন। অর্থাৎ ওই পর্বে মোট ভোটের কত শতাংশ পুরুষদের, কত শতাংশ মহিলাদের, সেই তথ্য সামনে আসেনি। তেজস্বী বলেছেন, এধরনের ঘটনা এই প্রথম। এর আগে কমিশন সঙ্গে সঙ্গেই এই তথ্য দিত। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, কোনভাবেই ‘ভোটচুরি’ বরদাস্ত করা হবে না।
তেজস্বীর অভিযোগ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করছে না।’ তেজস্বীর হুঁশিয়ারি, ‘অমিত শাহের সঙ্গে যোগসাজশ করে কমিশন কোনও সমস্যা তৈরির চেষ্টা করলে আধিকারিকদের ফল ভুগতে হবে।’
বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বিহারের ভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন তেজস্বী। তিনি বলেন, ‘বিষয়টির উপর নজর রাখছি। ৬৮ শতাংশ পুলিশ পর্যবেক্ষক বিজেপি শাসিত রাজ্যের। এমনটা কেন?’ বিজেপির শীর্ষ নেতাদের বারবার বিহারে আসা নিয়েও তেজস্বী কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘অমিত শাহ সহ বহিরাগতরা বিহারকে নিয়ন্ত্রণ করতে চান। কিন্তু বিহারের জনতা তা হতে দেবে না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একহাত নিয়েছেন তেজস্বী। তাঁর দাবি ‘প্রধানমন্ত্রী ভোটে প্রচারে শুধু নেতিবাচক রাজনীতিই করেছেন। আমি জানি না প্রধানমন্ত্রী আজকাল কি ধরনের ওয়েব সিরিজ দেখছেন। তিনি বেকারত্ব, পরিযায়ী শ্রমিকের মতো জ্বলন্ত সমস্যা নিয়ে কোনও কথা বলেননি।’
মহাগঠবন্ধনের জয় নিয়েও আত্মবিশ্বাসী তেজস্বী। তিনি বলেছেন, ‘আমরা ১৮ নভেম্বর শপথ গ্রহণ করব।’ পাশাপাশি ক্ষমতায় এলে অপরাধ, ধর্মীয় উস্কানির মতো বিষয়ে কড়া পদক্ষেপের আশ্বাসও তিনি দিয়েছেন। আজ দ্বিতীয় দফায় ১২২ কেন্দ্রের নির্বাচনে মহিলা ভোটই ‘গেম চেঞ্জার’ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই দফার মোট ভোটার ৩ কোটি ৭০ লক্ষ। এরমধ্যে মহিলার সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ । তার আগে প্রথম দফার মহিলা ও পুরুষ ভিত্তিক ভোটদানের তথ্য প্রকাশের দাবি জানিয়ে বিজেপি শিবিরের উপরও তেজস্বী চাপ তৈরি করলেন বলে মনে করা হচ্ছে।