• কেন্দ্রের প্রকল্পে ‘দুর্নীতি’, বাতিল ১৭৮ ট্রেনিং পার্টনার ও সেন্টারের লাইসেন্স
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: কেন্দ্রীয় প্রকল্পে ব্যাপক বেনিয়ম। অভিযোগ, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পটির বাস্তবায়নে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। বিষয়টি ধরা পড়তেই ১৭৮ টি ট্রেনিং পার্টনার ও সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে। তালিকায় সবার উপরে যোগীরাজ্য। তারপর দিল্লি এবং মধ্যপ্রদেশ। কর্মসংস্থানের লক্ষ্যে ২০১৫ সালে এই প্রকল্প চালু হয়। এর মাধ্যমে কর্মসংস্থানের জন্য তরুণদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন সংস্থা ট্রেনিং পার্টনার হিসেবে প্রশিক্ষণের দায়িত্ব সামলায়। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে তাদের ট্রেনিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্র। অভিযোগ, এইসব ট্রেনিং সেন্টার গুলিতেই বেনিয়ম ধরা পড়েছে। কোথাও জাল নথিপত্র, কোথাও প্রশিক্ষণ প্রাপকের সংখ্যা বাড়িয়ে দেখানো , কোথাও আবার অন্যান্য খাতে খরচের নামে টাকা আদায় করা হয়েছে। কিছুক্ষেত্রে এমন ট্রেনিং সেন্টারের নামে টাকা নেওয়া হয়েছে, যার বাস্তব অস্তিত্ত্বই নেই। সরকারি সূত্রে জানা গিয়েছে, মোট ১৭৮টি ট্রেনিং সেন্টার ও পার্টনারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। দায়ের হয়েছে এফআইআর। পাশাপাশি বেআইনিভাবে প্রাপ্ত টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে। ১২২টি ক্ষেত্রে দেখা গিয়েছে ট্রেনিং সেন্টার ও পার্টনারের নাম আলাদা। অর্থাৎ দুর্নীতি যে হয়েছে তা স্পষ্ট। বাকি ৫৬টি ক্ষেত্রে সেন্টার ও পার্টনারের নাম এক হলেও অন্য খাতে বেনিয়মের অভিযোগ উঠেছে। এরমধ্যে  ৫৯টি সেন্টার উত্তরপ্রদেশে। এছাড়া দিল্লির ২৫টি, মধ্যপ্রদেশের ২৪টি এবং রাজস্থানের ২০ টি সেন্টার।জম্মু- কাশ্মীর, মহারাষ্ট্র, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতেও জাল সেন্টারের খোঁজ মিলেছে। সরকারি নথি বলছে, ২০১৫ থেকে কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে ১.৬৪ কোটিরও বেশি যুবক প্রশিক্ষণ পেয়েছে। তার জন্য বিপুল পরিমাণ অর্থও ব্যয় করেছে কেন্দ্র। ২০২৪-২৫ অর্থবর্ষেই কেন্দ্রের এই প্রকল্পের জন্য ১,৫৩৮ কোটি বরাদ্দ করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)