• কিউআর কোডে শেয়ার, এল আধারের নয়া অ্যাপ
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: আধার কার্ড নিয়ে আম জনতার ভোগান্তি কম নয়। সেই যন্ত্রণা লাঘবে নতুন অ্যাপ আনল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। রবিবারই এক্স হ্যান্ডলে তারা এই নতুন ‘আধার’ অ্যাপের কথা ঘোষণা করেছে। নতুন এই অ্যাপের মাধ্যমে নিজেদের স্মার্টফোনেই ডিজিটাল আধার কার্ড রাখা যাবে। ফলে সর্বদা আধার কার্ড নিয়ে ঘোরার দিন শেষ হল। তা হারিয়ে গেলে আর থানা-পুলিশে ছোটাছুটিও করতে হবে না। নতুন অ্যাপে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি, বায়োমেট্রিক লকের পাশাপাশি ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখার জন্য থাকছে কিউআর কোড। আধার তথ্যও শেয়ার করা যাবে কিউআর কোডের মাধ্যমে। এমনকি নাম, ছবি, জন্মতারিখ কোন কোন তথ্য শেয়ার করতে চাইছেন, সেটাও বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। জানা যাচ্ছে, ইচ্ছা করলে নিজের জন্মতারিখ ও ঠিকানা গোপন রেখে শুধুমাত্র নিজের নাম ও ছবি শেয়ার করা যাবে। আইওএস ও প্লে স্টোর—যে কোনও প্ল্যাটফর্ম থেকেই এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে।

    ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, নতুন অ্যাপে বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং ফেস স্ক্যানের মতো অত্যাধুনিক সিকিওরিটি ফিচার যুক্ত করা হয়েছে। থাকছে কিউআর কোড ভেরিফিকেশনের সুযোগ। ব্যাংক, সরকারি অফিস, সার্ভিস সেন্টারের মতো জায়গায় আধারের কিউআর কোড জেনারেট করে দ্রুত ভেরিফিকেশন করা যাবে। নিজের পাশাপাশি এই অ্যাপে পরিবারের বাকি সদস্যদের (পাঁচজন পর্যন্ত) আধার কার্ডের তথ্যও রাখা যাবে। অফলাইনেও এই অ্যাপ ব্যবহারের সুযোগ মিলবে। অর্থাৎ, ইন্টারনেট কানেকশন ছাড়াই অ্যাপে স্টোর থাকা আধারের তথ্য দেখা যাবে। অ্যাপের বিল্ট ইন অ্যাক্টিভিটি লগ থেকে আধারটি কোথায়, কীভাবে ব্যবহার হয়েছে, তা ট্র্যাক করতে পারবেন ব্যবহারকারী।
  • Link to this news (বর্তমান)