• ব্যস্ত চাঁদনি চক মার্কেটে যেন অঘোষিত কারফিউ
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: রেড ফোর্ট মেট্রো স্টেশনের ১ নং গেটের কাছে যে সীমানা পাঁচিল, সেই রাস্তা পেরিয়ে উলটো দিকে লালকেল্লার মূল প্রবেশ পথ। সীমানা পাঁচিলের কাছেই একটি বাতিস্তম্ভের গা ঘেঁষে পড়ে একটা সাইকেল। তার সামনের চাকা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাঁ পাশেই সিঁড়ি উঠে গিয়েছে মেট্রো স্টেশনের দিকে। কিছুটা উঠতেই মেঝেতে ছড়ানো কাচের টুকরো। দেওয়াল থেকে ভেঙে পড়েছে প্লাস্টার। বিস্ফোরণের ধাক্কায় এমনই সব খণ্ডচিত্র ছড়িয়ে ছিটিয়ে। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে আচমকাই স্তব্ধ হয়ে যায় গোটা দিল্লি। তার প্রাবল্য এতই যে লালকেল্লা সংলগ্ন চাঁদনি চকের ছবিই তার জলজ্যান্ত প্রমাণ। সামনেই বিয়ের মাস। ফলে চাঁদনি চক মার্কেটকে এই মুহূর্তে সহজেই কলকাতার ধর্মতলার সঙ্গে তুলনা করা যেতে পারে। বিস্ফোরণের মুহূর্তে চাঁদনি চক মার্কেট রীতিমতো ভিড়ে ঠাসা ছিল। কিন্তু বিস্ফোরণের পর সেখানে ঢুকে মনে হল, যেন অলিখিত কারফিউ। সামান্য এগলেই রেড ফোর্ট মেট্রো স্টেশন লাগোয়া সীমানা পাঁচিল। কিন্তু শশব্যস্ত পুলিশকর্মীদের উপস্থিতিতে সেই জায়গা ততক্ষণে শুনশান। দিকে দিকে দিল্লি পুলিশের ‘ডু নট ক্রস দ্য লাইনে’র লাল চোখ। সোজা তা পেরিয়ে যাওয়ার কোনও উপায় পারতপক্ষে নেই। চাঁদনি চকের সঙ্কট মোচন মন্দিরকে বাঁ হাতে রেখে গলির গলি তস্য গলি পেরিয়ে যখন অকুস্থলে পৌঁছোনো গেল, রাস্তা থেকে উঠে আসছে পোড়া গন্ধ। গোটা রাস্তায় ছড়িয়ে কালো মোবিল। লালকেল্লা সংলগ্ন যে রাস্তায় বিস্ফোরণ, সেখানে পরপর দাঁড়িয়ে একের পর এক দুমড়ে মুচড়ে যাওয়া পোড়া গাড়ি। বিস্ফোরণের মুহূর্তে ঠিক উলটোদিকের রাস্তায় যেসব গাড়ি দাঁড়িয়েছিল, চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিও। উইন্ডস্ক্রিন ভাঙা। ভেঙে গিয়েছে জানালা, লুকিং মিররের গ্লাস। ক্রমাগত পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাইরেন। ফায়ার ব্রিগেড কর্মীদের ছোটাছুটি। মেট্রো স্টেশনের গেটে ফরেন্সিক টিম একের পর এক ছবি তোলা। চাঁদনি চকের যেখান থেকে পুলিশি কর্ডনের শুরু, তার সামনেই ভিড় কৌতূহলী জনতার। তাদের ছত্রভঙ্গ করতে এদিন রাতে দফায় দফায় লাঠিও চালাতে হয়েছে। আচমকাই হন্তদন্ত হয়ে এলেন এক দম্পতি। জানতে চাইলেন, ঘুরপথে কোন রাস্তা দিয়ে পার্কিংয়ে পৌঁছবেন। আত্মীয়ের বিয়ের বাজার করতে চাঁদনি চকে এসেছিলেন। নিজের গাড়ি আদৌ সুরক্ষিত আছে কি না, তা নিয়েই চরম উদ্বিগ্ন।  মেট্রো স্টেশনের ১ নং গেটের কাছেই স্ট্রিট ভেন্ডারের একটি হরেক মালের দোকান খোলা অবস্থায় পড়ে রয়েছে। ঝাঁপ বন্ধ করারও সময় পাননি তিনি। বিস্ফোরণের পর থেকেই সেই হকার নিখোঁজ। বেঁচে আছেন কি? উদ্বেগে মিশে গিয়েছে আতঙ্কও। এই আতঙ্কের মধ্যেই আজ মঙ্গলবার বাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন চাঁদনি চক মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় ভার্গব।
  • Link to this news (বর্তমান)