নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে বিস্ফোরণের পরই কলকাতায় জারি হল হাই অ্যালার্ট। শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লালবাজারের তরফে সব থানাকে সতর্ক করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, বিধানসভা, রাজভবন, বিড়লা তারামণ্ডল, মহাকরণ, নবান্ন সহ কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় বহু গুরুত্বপূর্ণ ও প্রশাসনিক ভবন রয়েছে। সবকটি ভবনকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতার সমস্ত মেট্রো স্টেশনে। এছাড়া বহু শপিং মল, পার্কও আছে শহরে, যেখানে প্রতিদিন বহু মানুষের জমায়েত হয়। একইসঙ্গে সব থানা এলাকার গেস্ট হাউস, হোটেলগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে লালবাজার। বম্ব স্কোয়াডকে অ্যাক্টিভ করা হয়েছে। লালবাজারের সাইবার সেল ও ইন্টেলিজেন্স বিভাগকে বাড়তি সতর্ক করা হয়েছে। শহরের প্রতিটি থানা ও ট্রাফিক গার্ডকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা যৌথ নাকা তল্লাশি আরও জোরদার করে। বিমানবন্দরের পার্কিং এলাকায় নজরদারি শুরু করেছে সিআইএসএফও।