• বারাসতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির টাকা দিল রাজ্য সরকার
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: চলতি বছর প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের পাশাপাশি ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনার বারাসত ও হাবড়ায়। বাড়িঘর নষ্ট হওয়ার পাশাপাশি শস্যেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার উত্তরবঙ্গের উত্তরকন্যা থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি জেলাতেই এরপর তৃণমূলের সভাপতিরা সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির কথা তুলে ধরেছেন। এদিন মধ্যমগ্রামের তৃণমূল কার্যালয়ে বসে সেই কথা জানিয়েছেন বারাসতের সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলার সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী প্রমুখ।

    এদিন কাকলি বলেন, উত্তরবঙ্গের সঙ্গে বারাসত ১, হাবড়ার দুটি ব্লক সহ হাবড়া পুরসভা এলাকাতে প্রাকৃতিক বিপর্যয়ে বড় ক্ষতি হয়েছে। মোট ১৩৫টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। তাদের প্রত্যেককে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হল। আর আংশিক ক্ষতিগ্রস্তদের ৭০ হাজার টাকা দেওয়া হল। তাছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবিমার টাকা দিয়েছে রাজ্য সরকার। কাকলির সংযোজন, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বাংলার। এ সত্ত্বেও মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে আছেন। এদিকে, পার্থ ভৌমিকের তোপ, উত্তরবঙ্গে বিধায়ক ও সাংসদ বিজেপির। তবুও তাঁরা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াননি। সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র।
  • Link to this news (বর্তমান)