• বসিরহাটে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। সোমবার বসিরহাট জেলা হাসপাতালে এই ঘটনার পর নার্সিং স্টাফদের ঘেরাও করে বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে আসে বসিরহাট থানার বিশাল পুলিস বাহিনী।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্দেশখালি ১ নম্বর ব্লকের কালীনগর দক্ষিণ বেদিয়ামারি গ্রামের ববিতা সর্দার নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী জ্বর নিয়ে বসিরহাট হাসপাতালে ভর্তি হয়। কিন্তু অভিযোগ, ভর্তির পর থেকে সারাদিন তার কোনও চিকিৎসা করেননি ডাক্তারবাবুরা। এনিয়ে বারবার নার্সের কাছে বলেও কোন কাজ হয়নি। ডাক্তার নেই বলে নার্সরা বিষয়টি এড়িয়ে যান। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ। অবশেষে সোমবার সকালে মৃত্যু হয় ওই ছাত্রীর। এরপরই দফায় দফায় বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখছি। মৃত্যুর কারণ জানতে তদন্ত করেও দেখা হবে।
  • Link to this news (বর্তমান)