• পুরোনো শত্রুতা থেকেই জয়নগরে খুন ইটভাটার মালিক, গ্রেফতার ৫
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: ব্যবসার এক অংশীদারের সঙ্গে পুরোনো শত্রুতার জেরে খুন হন জয়নগরের ইটভাটার মালিক জয়ন্ত মণ্ডল। জয়নগর থানার পুলিশ এই খুনের ঘটনায় শনিবার রাতে মূল অভিযুক্ত সেই অংশীদার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। রবিবার বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন বলেন, অভিযুক্তদের মহিষমারি এলাকা থেকে ধরা হয়। মূল অভিযুক্তের নাম পতিতপাবন নস্কর। বাকিদের নাম বুদ্ধিশ্বর হালদার, শিবশংকর নস্কর, ছটু নস্কর ও রাহুল বৈদ্য। সবাই মহিষমারির বাসিন্দা। প্রসঙ্গত, ৬ নভেম্বর সন্ধ্যায় জয়নগরের মহিষমারিতে বাইক চেপে বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন করা হয়েছিল ইটভাটার মালিক জয়ন্ত মণ্ডলকে। এই ঘটনার পরে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে একটি তদন্তকারী টিম গঠন করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্তে জানা যায়, মহিষমারিতে জয়ন্তর অন্যান্য ইটভাটায় অভিযুক্ত পতিতপাবনও মালিকানার অংশীদার ছিলেন। গত বছরে ঝামেলার জেরে পতিতপাবনকে তাঁর প্রাপ্য বুঝিয়ে দিয়ে ইটভাটা থেকে তাড়িয়ে দেন জয়ন্ত মণ্ডল। এতে অপমানিত, ক্ষুব্ধ ক্ষুব্ধ হন তিনি। এরপর থেকেই জয়ন্তকে খুনের ছক কষেন পতিতপাবন। 
  • Link to this news (বর্তমান)